Asia Cup 2023: এশিয়া কাপে সর্বাধিক রান শুভমন গিলের, সবচেয়ে বেশি উইকেট কার ঝুলিতে?
গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। ফাইনালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব দেখান মহম্মদ সিরাজ। তার ফলে ৫০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৫০ ওভারে ৫১ রানের টার্গেট পূরণ করতে কোনও কষ্টই করতে হয়নি ভারতকে। ৬.১ ওভারের মাথায় শুভমন গিল এবং ঈশান কিষাণের ওপেনিং জুটিতে ৫১ রানের টার্গেট পূরণ করে ফেলে।
নয়াদিল্লি: এশিয়া সেরার তাজ মেন ইন ব্লুর দখলে। দেখতে দেখতে শেষ হয়ে গেল এ বারের এশিয়া কাপ (Asia Cup)। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। ফাইনালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রীতিমতো তাণ্ডব দেখান মহম্মদ সিরাজ। তার ফলে ৫০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৫০ ওভারে ৫১ রানের টার্গেট পূরণ করতে কোনও কষ্টই করতে হয়নি ভারতকে। ৬.১ ওভারের মাথায় শুভমন গিল এবং ঈশান কিষাণের ওপেনিং জুটিতে ৫১ রানের টার্গেট পূরণ করে ফেলে। এই নিয়ে অষ্টম বার এশিয়া সেরা ভারত। একই সঙ্গে ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে সপ্তম ট্রফি ভারতের। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান করা ও সবচেয়ে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার কারা।
২০২৩ এশিয়া কাপে সর্বাধিক রান করা ৫ ক্রিকেটার —
- এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান করেছেন ভারতের তরুণ ওপেনার শুভমন গিল। ৬ ম্যাচে ৭৫.৫০ গড়ে তিনি করেছেন ৩০২ রান।
- ২০২৩ এশিয়া কাপে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। তিনি ৬ ম্যাচে ৪৫ গড়ে করেছেন ২৭০ রান।
- এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার সাদিরা সমরবিক্রমা। তিনি এ বারের এশিয়া কাপের ৬টি ম্যাচ খেলে ৩৫.৮৩ গড়ে করেছেন ২১৫ রান।
- ২০২৩ সালের এশিয়া কাপে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি ৫ ম্যাচে ৫১.৭৫ গড়ে করেছেন ২০৭ রান।
- এশিয়া কাপে সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকাতে প্রথম ৫-এ রয়েছেন পাক উইকেট কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান। তিনি ৫টি ম্যাচে ৯৭.৫০ গড়ে করেছেন ১৯৫ রান।
২০২৩ এশিয়া কাপে সর্বাধিক উইকেট নেওয়া ৫ ক্রিকেটার —
১) সদ্য শেষ হওয়া এশিয়া কাপে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকার শীর্ষে মাথিশা পাথিরানা। তিনি ৬ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৬.৬১।
২) এই তালিকায় ২ নম্বরে রয়েছেন তিনজন ক্রিকেটার শ্রীলঙ্কার দুনিথ ওয়াল্লালাগে। ভারতের মহম্মদ সিরাজ ও পাকিস্তানের শাহিন আফ্রিদি। এই তিনজন মোট ১০টি করে উইকেট নিয়েছেন।
- শ্রীলঙ্কান তরুণ স্পিনার দুনিথ ওয়াল্লালাগে এশিয়া কাপের ৬টি ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৪.২৬।
- ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৪.৬৩।
- পাক তারকা বোলার শাহিন শাহ আফ্রিদি এশিয়া কাপের ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তাঁর গড় ৫.৭৩।
৩) এশিয়া কাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনজন। পাকিস্তানের হ্যারিস রউফ। ভারতের কুলদীপ যাদব ও বাংলাদেশের তাসকিন আহমেদ। এই তিনজন নিয়েছেন মোট ৯টি করে উইকেট।
- পাক তারকা বোলার হ্যারিস রউফ এশিয়া কাপে ৪ ম্যাচ খেলে নিয়েছেন ৯টি উইকেট। তাঁর ইকোনমি ৪.৮০।
- ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ৫ ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৩.৬১।
- বাংলাদেশের তাসকিন আহমেদ এশিয়া কাপে ৪ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি ৫.১৩।