Pakistan Head Coach: ভারতের কাছে উপ‘হার’ পেয়ে আপ্লুত পাকিস্তানের হেড কোচ!

Asia Cup 2023, IND vs PAK: সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। এ বারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে পাকিস্তানকে। অন্তত চার সেমিফাইনালিস্টের মধ্যে পাকিস্তান অন্যতম, আগে থেকেই ধরে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। তার জন্য ধারাবাহিকতা দেখানো প্রয়োজন। পরপর ম্যাচ জিতে আত্মতুষ্টিতে ভুগছিল পাকিস্তান! হতেও পারে। ভারতের বিরুদ্ধে ম্যাচ সম্পর্কে পাকিস্তান কোচ আরও বলছেন, 'ভারতের কাছে সব বিভাগেই হেরেছি। এর জন্য কোনও অজুহাত হতে পারে না।'

Pakistan Head Coach: ভারতের কাছে উপ‘হার’ পেয়ে আপ্লুত পাকিস্তানের হেড কোচ!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 6:01 PM

কলম্বো: ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সুপার ফোরের ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। ভারত-পাকিস্তান দ্বৈরথ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। এ বার অবশ্য একপেশে লড়াই দেখা গিয়েছে। ভারতীয় টপ অর্ডারের চার ব্যাটারই বিধ্বংসী ব্যাটিং করেছেন। দুই ওপেনার রোহিত ও শুভমন হাফসেঞ্চুরি করেন। এরপরই বিশাল জুটি বিরাট কোহলি ও লোকেশ রাহুলের। অবিচ্ছিন্ন জুটিতে ২৩৮ রান যোগ করে তারা। বিরাট কোহলি কেরিয়ারের ৪৭তম ওডিআই সেঞ্চুরি করেন। লোকেশ রাহুল প্রত্যাবর্তনেই সেঞ্চুরি। ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারায় রাস্তা কঠিন হয় পাকিস্তানের। তাদের ফাইনালে যাওয়া নির্ভর করছে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের ওপর। ভারতের কাছে হারের পর পাকিস্তান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন জানিয়েছেন, দুর্দান্ত উপহার পেয়ে তিনি আপ্লুত। কী কারণে এমন মন্তব্য পাক কোচের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামার আগে আইসিসি ওডিআই ক্রমতালিকায় শীর্ষে ছিল পাকিস্তান। সেই ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারায় তারা। পাকিস্তানের হেড কোচ বলছেন, ‘মন থেকে বলছি, দু-দিন ধরে আমাদের যা উপহার দিয়েছে, ভারতের কাছে আমরা কৃতজ্ঞ।’ ব্র্যাডবার্নের কথায় ধোঁয়াশা তৈরি হয়। আরও যোগ করেন, ‘বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খুব কমই খেলার সুযোগ হয়। এর আগে তিন মাস হারের স্বাদ পাইনি। তাই ভারতের কাছে হার আমাদের জন্য সঠিক সময়ে একটা সতর্কবার্তা। প্রতিটা দিন আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। সে কারণেই এই হারটা আমাদের কাছে বড় উপহার। যেটা কেউ দিতে পারছিল না।’

সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। এ বারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে পাকিস্তানকে। অন্তত চার সেমিফাইনালিস্টের মধ্যে পাকিস্তান অন্যতম, আগে থেকেই ধরে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। তার জন্য ধারাবাহিকতা দেখানো প্রয়োজন। পরপর ম্যাচ জিতে আত্মতুষ্টিতে ভুগছিল পাকিস্তান! হতেও পারে। ভারতের বিরুদ্ধে ম্যাচ সম্পর্কে পাকিস্তান কোচ আরও বলছেন, ‘ভারতের কাছে সব বিভাগেই হেরেছি। এর জন্য কোনও অজুহাত হতে পারে না।’