Asia cup 2023 AFG vs SL Match Result: অবিশ্বাস্য রান তাড়া, ঠোঁট ও সুপার ‘ফোরের’ দূরত্বে থামল আফগানিস্তান

Asia cup 2023 Afghanistan vs Sri Lanka Match Report: শুধুমাত্র এ বারের এশিয়া কাপই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ দেখলেন ক্রিকেট প্রেমীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

Asia cup 2023 AFG vs SL Match Result: অবিশ্বাস্য রান তাড়া, ঠোঁট ও সুপার 'ফোরের' দূরত্বে থামল আফগানিস্তান
Image Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 10:57 PM

লাহোর: এ বারের এশিয়া কাপের সবচেয়ে রোহমহর্ষক ম্যাচ? কোনও প্রশ্ন নয়। বরং হলপ করে বলা যায়। সুপার ফোরের আগেই নকআউটের স্বাদ। শুধুমাত্র এ বারের এশিয়া কাপই নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ দেখলেন ক্রিকেট প্রেমীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পেন্ডুলামের মতো দুললো ম্য়াচ। এই ম্যাচে তিনটে সিচুয়েশন ছিল। হয় শ্রীলঙ্কা সুপার ফোরে যাবে নয়তো আফগানিস্তান, আর আফগানিস্তান জিতেও ছিটকে যাবে। অবিশ্বাস্য একটা রান তাড়ায় নেমেছিল আফগানিস্তান। জয়ের জন্য লক্ষ্য ২৯২ রান। তবে সুপার ফোরে যেতে এই রান তুলতে হত ৩৭.১ ওভারের মধ্যে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একটা অবিশ্বাস্য লক্ষ্য়পূরণে প্রয়োজনীয় সবই করেছে আফগানিস্তান। এই হিসেবে লক্ষ্য দাঁড়ায় ৭ বলে ১৫ রান। স্ট্রাইকে তখন রশিদ খান। ৩৭ তম ওভারে বোলিংয়ে আসেন ওয়েলাগে। বাঁ হাতি স্পিনার দুটো ডট বল দেন। এরপর একটি বাউন্ডারি। ফের ডট বল। পঞ্চম বলে ফের বাউন্ডারি রশিদ খানের। শেষ বলে ব্যাটের কানায় লেগে পিছনে বাউন্ডারি। ১ বলে ৩ রান প্রয়োজন ছিল। ধনঞ্জয় ডি সিলভাকে আক্রমণে আনেন দাসুন শানাকা। ধনঞ্জয়ের প্রথম বলেই মুজিবের উইকেট। লং অনে ক্যাচ। মুজিব আউট।

তাতেও সুযোগ ছিল আফগানিস্তানের। পরের বলে সরাসরি বাউন্ডারি মেরে জিততে পারলে আফগানিস্তান সুপার ফোরে! এত অঙ্ক। প্রতি বলেই রোমাঞ্চ। পরের বলেই ফারুকি সিঙ্গল নিতে চেয়ে ডট বল। কিন্তু পরের বলে ফারুকি আউট হতেই পরবর্তী অঙ্কও শেষ। ২৮৯ রানে অলআউট আফগানিস্তান। আর কোনও অঙ্কের প্রয়োজন ছিল না। চার পয়েন্ট নিয়ে সরাসরি সুপার ফোরে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আফগান শিবিরে যেন একটাই প্রশ্ন, রশিদ যদি স্ট্রাইক পেতেন?