AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup Schedule: এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর অভিযান শুরু ভারতের, জেনে নিন সূচি

Asia Cup 2025 Fixture: সঙ্গে থাকছে আরব আমির শাহি, ওমান ও হংকং। ভারত, পাকিস্তানের গ্রুপে রয়েছে আরব আমির শাহি ও ওমান। ৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করছে ভারত।

Asia Cup Schedule: এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর অভিযান শুরু ভারতের, জেনে নিন সূচি
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 5:36 PM
Share

এশিয়া কাপের উইন্ডো নিশ্চিত করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি। আরব আমির শাহিতে হবে এশিয়া কাপ। আয়োজক ভারতই। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। পূর্ণ সূচি প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। মোট ৮টি দেশ অংশ নেবে। এর মধ্যে পাঁচটি টেস্ট খেলিয়ে দেশ। সঙ্গে থাকছে আরব আমির শাহি, ওমান ও হংকং। ভারত, পাকিস্তানের গ্রুপে রয়েছে আরব আমির শাহি ও ওমান। ৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করছে ভারত।

গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আরব আমির শাহি, ওমান। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান ও হংকং। পরদিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর আরব আমির শাহির বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচ। অপারেশন সিঁদুরের পর প্রথম বার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।

গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। সুপার ফোরে ভারত, পাকিস্তান দু-দল উঠলে আরও একবার দেখা হবে। পাশাপাশি ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনাল।