Asia Cup 2025 Final: ভারত-পাক স্বপ্নের ফাইনাল! কী ভাবে ট্রফির ম্যাচে যেতে পারেন সলমনরা?

India vs Pakistan, Asia Cup 2025: গ্রুপে একবার দেখা হয়েছে। তেমনই সুপার ফোরেও। তৃতীয় বার হবে কি না, নির্ভর করছে এই দু-দল ফাইনালে জায়গা করে নিতে পারার উপর। ভারতীয় দল এক ম্যাচ জিতেছে। ফলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ। পাকিস্তান এখনও ফাইনালে যেতে পারে। ভারত-পাক ফাইনালের যে অঙ্ক রয়েছে, জেনে নেওয়া যাক।

Asia Cup 2025 Final: ভারত-পাক স্বপ্নের ফাইনাল! কী ভাবে ট্রফির ম্যাচে যেতে পারেন সলমনরা?
Image Credit source: PTI

Sep 22, 2025 | 8:44 PM

এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ। সুপার ফোরে জায়গা করে নিয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার ফোর পর্বে দুটি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। গত কাল পাকিস্তানকে দুরমুশ করেছে ভারতীয় দল। এশিয়া কাপের যে ফর্ম্যাট, সব মিলিয়ে তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল ভারত ও পাকিস্তানের। গ্রুপে একবার দেখা হয়েছে। তেমনই সুপার ফোরেও। তৃতীয় বার হবে কি না, নির্ভর করছে এই দু-দল ফাইনালে জায়গা করে নিতে পারার উপর। ভারতীয় দল এক ম্যাচ জিতেছে। ফলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ। পাকিস্তান এখনও ফাইনালে যেতে পারে। ভারত-পাক ফাইনালের যে অঙ্ক রয়েছে, জেনে নেওয়া যাক।

সুপার ফোর পর্বে চারটি দল। এর মধ্যে বাংলাদেশ ও ভারত একটি করে জিতেছে। পয়েন্টে দু-দল সমান হলেও আপাতত নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ভারত। চারটি দলের মধ্যে রাউন্ড রবিন ভিত্তিতে খেলা হবে। শীর্ষ দুই দল ফাইনালে নামবে। এই মুহূর্তে এক ও দুইয়ে রয়েছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ। মঙ্গলবার সুপার ফোর পর্বে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনালের আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে। এরপর নতুন অঙ্ক। হারলে পাকিস্তানের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় এবং এরপর বাংলাদেশকেও, তা হলে ফাইনালে ওঠার সুযোগ।

ভারত কি ফাইনালে পৌঁছে গিয়েছে? আপাতত না। ভারত এক ম্যাচ জিতেছে। এখনও দুটি ম্যাচ বাকি। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। এই ম্যাচ জিতলে ভারতের ফাইনাল নিশ্চিত। হারলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে। টুর্নামেন্টে এখনও অবধি সব ম্যাচ জিতেছে ভারত। স্বাভাবিক ভাবেই লক্ষ্য থাকবে একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখা। যদিও ভারত-পাক স্বপ্নের ফাইনালের জন্য আপাতত নজর কালকের ম্যাচের দিকে।