AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup : এশিয়া কাপ আরব আমিরশাহিতে? শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ইঙ্গিত তেমনই

খুব তাড়াতাড়িই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ভেন্যু পরিবর্তনের বিষয়ে জানানো হতে পারে। যে সময় এশিয়া কাপ রয়েছে, বাংলাদেশে বর্ষা। সে কারণেই এগিয়ে আরব আমির শাহী।

Asia Cup : এশিয়া কাপ আরব আমিরশাহিতে? শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ইঙ্গিত তেমনই
Image Credit: TWITTER
| Edited By: | Updated on: Jul 17, 2022 | 3:30 PM
Share

নয়াদিল্লি: এশিয়া কাপ (Asia Cup) ক্রিকেট নিয়ে জটিলতা কাটছে না। আয়োজক শ্রীলঙ্কা। বর্তমান পরিস্থিতির নিরিখে ক্রমশ সম্ভাবনা কমছে। বিকল্প ভেন্যু হিসেবে এবার নাম উঠছে আরব আমিরশাহির। শ্রীলঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরেই সরকারবিরোধী আন্দোলন চলছে। অর্থনৈতিক সঙ্কটের জেরে বিক্ষোভ দেশের সব অংশেই। পরিস্থিতি আরও জটিল হয়েছে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে চলে যাওয়ায়। এমন পরিস্থিতিতে বহুদেশীয় প্রতিযোগিতা আয়োজন কতটা সম্ভব, আত্মবিশ্বাসী নয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (Sri Lanka Cricket)। কিছুদিন আগে পর্যন্তও তাদের মুখে ইতিবাচক কথাই শোনা গিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা ইঙ্গিত দিয়েছেন, টুর্নামেন্ট সরতে পারে। বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরশাহির (UAE) কথাও বলছেন।

এশিয়া কাপ আয়োজনের অন্যতম দাবিদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাদের তরফে আগ্রহ প্রকাশ করা হয়েছে বহু আগেই। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যতক্ষণ না সরকারীভাবে হাত তুলে নিচ্ছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নেবে না। ঘরের মাঠে পরপর দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ সফলতার সঙ্গেই আয়োজন করছে শ্রীলঙ্কা। ভারতীয় মহিলা ক্রিকেট দল মাল্টি ফর্ম্যাট সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলও। শ্রীলঙ্কায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজগুলি সফলভাবে আয়োজনের কারণেই এখনও পর্যন্ত এশিয়া কাপ সরছেই বলা যায় না। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সচিবের মন্তব্য তাৎপর্যপূর্ণ। মোহন ডি সিলভা বলেছেন, ‘খুব সম্ভাবনা রয়েছে এশিয়া কাপ আরব আমিরশাহিতে হওয়ার।’

ছয় দেশীয় এই প্রতিযোগিতা এবার টি ২০ ফর্ম্যাটে হবে। এ বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। সে কথা ভেবেই এই ফর্ম্যাটে করার সিদ্ধান্ত। ভেন্যু বদল হলেও সূচি হয়তো একই থাকবে। ২৬ অগস্ট এশিয়া কাপ শুরু হওয়ার কথা। ফাইনাল ১১ সেপ্টেম্বর। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও রয়েছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলি সরাসরি খেলবে। সহযোগী দেশগুলি যোগ্যতা অর্জন পর্বে খেলবে একটি দল মূল পর্বে যাবে। মূল পর্বে সরাসরি খেলবে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। তাদের সঙ্গে যোগ হতে পারে হংকং, সিঙ্গাপুর, কুয়েত, আরব আমিরশাহির মধ্যে কোনও একটি দেশ। খুব তাড়াতাড়িই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ভেন্যু পরিবর্তনের বিষয়ে জানানো হতে পারে। যে সময় এশিয়া কাপ রয়েছে, বাংলাদেশে বর্ষা। সে কারণেই এগিয়ে আরব আমিরশাহি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে এশিয়া কাপ হোক শ্রীলঙ্কাতেই। পিসিবির মুখ্য কার্য নির্বাহী আধিকারিক ফয়জল হাসনৈন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কার পাশেই থাকবে তারা। এশিয়া কাপ সরলে শ্রীলঙ্কা এবং সে দেশের ক্রিকেট বোর্ডের ব্যাপক আর্থিক ক্ষতির সামনে পড়তে হবে। অস্ট্রেলিয়ার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর বিনা সমস্যায় পূর্ণ হয়েছে। তেমনই পাকিস্তানেরও কোনও সমস্যা হচ্ছে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বাকিদের সঙ্গে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পাশেই রয়েছে সকলে।’

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?