Nepal v UAE: আমিরশাহির ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি, কোহলি-লারা সব ফেল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Mar 16, 2023 | 4:36 PM

আইসিসি-র সহযোগী দেশগুলির মধ্যে আসিফই দ্রুততম সেঞ্চুরির মালিক। এই সেঞ্চুরির সৌজন্য আমিরশাহির অখ্যাত আসিফ পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, ব্রায়ান লারা, জস বাটলারদের।

Nepal v UAE: আমিরশাহির ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি, কোহলি-লারা সব ফেল
Image Credit source: Twitter

কাঠমান্ডু: ৪১ বলে সেঞ্চুরি। নাহ্, প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশের কোনও ব্যাটারের কীর্তি নয়। ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন আইসিসি-র (ICC) সহযোগী দেশের এক ক্রিকেটার। আইসিসি পুরুষদের ওডিআই বিশ্বকাপের লিগ ২তে নেপালের বিরুদ্ধে ৪১ বলে শতরান হাঁকিয়ে ইতিহাসে ঢুকে পড়েছেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটার আসিফ খান। আসিফের (Asif khan) এই সেঞ্চুরি পুরুষদের ওডিআই ফর্ম্যাটে চতুর্থ দ্রুততম শতরান (Fastest Century)। আইসিসি-র সহযোগী দেশগুলির মধ্যে আসিফই দ্রুততম সেঞ্চুরির মালিক। এই সেঞ্চুরির সৌজন্য আমিরশাহির অখ্যাত আসিফ পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, ব্রায়ান লারা, জস বাটলারদের। কোহলির ওডিআইতে ৫২ বলে সেঞ্চুরি রয়েছে। লারার ৪৫ বলে। বাটলার ৪৬ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।

টি-২০র ধুমধাড়াক্কা ক্রিকেটের যুগে রোজই নতুন নতুন রেকর্ড ভাঙা এবং গড়া হয়। তারই মাঝে আন্তর্জাতিক ওডিআই ফর্ম্যাটে নতুন ইতিহাস গড়লেন এক অখ্যাত ক্রিকেট খেলিয়ে দেশের নাম না জানা ক্রিকেটার। এমন বিধ্বংসী শতরান হাঁকিয়েছেন তিনি যাতে শাহিদ আফ্রিদি, এবি ডে ভিলিয়ার্সদের রেকর্ড বেঁচে গিয়েছে অল্পের জন্য। পিছনে পড়ে গিয়েছেন লারা, কোহলিরা। আসিফ খান একজন পাকিস্তানি ক্রিকেটার। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির হয়ে খেলেন ৩৩ বছরের ডানহাতি ব্যাটার। নেপালের বিরুদ্ধে কীর্তিপুরে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। প্রথমে ব্যাট করে ইউএই-র ওপেনার মহম্মদ ওয়াসিম ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। তবে আরব আমিরশাহির এ দিনের ম্যাচের নায়ক আসিফ খান। ৪২ বলে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে আসিফ ঢুকে পড়েছেন ইতিহাসে। নেপালের কীর্তিপুরের মাঠে চার, ছক্কার বন্যায় দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন তিনি। ২৪০ স্ট্রাইক রেটে ১১টি ছয় ও ৪টি চার হাঁকান। তাঁর বিধ্বংসী ইনিংসে নেপাল স্কোরবোর্ডে ৩১০ রান তুলেছে।

এক নজরে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির হালখাতা

১. আন্তর্জাতিক ওডিআইতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে এবি ডে ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে ১০০ রান করেছিলেন

২. ডিভিলিয়ার্সের পরেই করি অ্যান্ডারসন। ২০১৪ সালে ৩৬ বলে শতরান করেছিলেন

৩. তৃতীয় স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন

৪. চতুর্থ স্থানে ঢুকে পড়েছেন আমিরশাহির আসিফ খান। ৪১ বলে করেছেন সেঞ্চুরি

৫. পঞ্চম স্থানে মার্ক বাউচার। ৪৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি

৬. ৪৫ বলে শতরান করে ষষ্ঠস্থানে ব্রায়ান লারা

৭. জস বাটলারের ৪৬ বলে সেঞ্চুরি রয়েছে

৮. ৫২ বলে সেঞ্চুরি রেকর্ড বিরাট কোহলির ঝুলিতে

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla