Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Glenn Maxwell: অতিরিক্ত মদ্যপানেই কি? পার্টি থেকে হাসপাতালে গ্লেন ম্যাক্সওয়েল!

Australia Cricket: অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাডিলেডে গভীর রাতে একটি পার্টিতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। হঠাৎই তাঁকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো রাত অবশ্য থাকতে হয়নি। চিকিৎসার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এমনকি স্থানীয় সংবাদমাধ্যমে খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতিও শুরু করেছেন ম্যাক্সি। পার্টিতে ঠিক কী হয়েছিল এবং অসুস্থতার নির্দিষ্ট কারণও জানানো হয়নি।

Glenn Maxwell: অতিরিক্ত মদ্যপানেই কি? পার্টি থেকে হাসপাতালে গ্লেন ম্যাক্সওয়েল!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 22, 2024 | 6:44 PM

কলকাতা: অস্ট্রেলিয়া ক্রিকেটে সাময়িক অস্বস্তি। পার্টি থেকে হাসপাতালে নিতে হল গ্লেন ম্যাক্সওয়েলকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সামনে ওডিআই সিরিজ। ওয়ার্কলোড ম্যানেজ করতে বিশ্রাম দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। ৯ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাক্সি টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও হঠাৎই তাঁর অসুস্থতা চিন্তায় ফেলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়াকে। রাতের এক পার্টি থেকে কেন হাসপাতালে নিতে হল! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাডিলেডে গভীর রাতে একটি পার্টিতে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। হঠাৎই তাঁকে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো রাত অবশ্য থাকতে হয়নি। চিকিৎসার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এমনকি স্থানীয় সংবাদমাধ্যমে খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতিও শুরু করেছেন ম্যাক্সি।

অস্ট্রেলিয়ার দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী, অ্যাডিলেডের পার্টিতে অতিরিক্ত মদ্যপানের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে হাসপাতালে নিতে হয়। যদিও অসুস্থতার কোনও কারণ নিশ্চিত করা হয়নি। সেই রাতে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের একটি কনসার্টে আসার কথা ছিল। যদিও ম্যাক্সওয়েল তাতে ছিলেন না।

গ্লেন ম্যাক্সওয়েল প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষ খেলেছেন ১৫ জানুয়ারি। বিগ ব্যাশের ম্যাচ ছিল সেটি। মেলবোর্ন স্টার্সকে নেতৃত্বও দিয়েছেন ম্যাক্সওয়েল। তাঁর এই হঠাৎ অসুস্থতা আগেও হয়েছে। তেমনই অদ্ভূত চোটের ঘটনাও রয়েছে। গত বছর একটি পার্টিতে গিয়ে বড় রকমের চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। তেমনই ভারতের মাটিতে বিশ্বকাপের মাঝে গল্ফ কোর্টে চোট পেয়েছিলেন। কনকাশনের জন্য তাঁকে সাময়িক বিশ্রামও দেওয়া হয়েছিল বিশ্বকাপে।

ঘটনায় নড়েচড়ে বসেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। গভীর রাতের পার্টিতে ঠিক কী কারণে অসুস্থ হলেন ম্যাক্সওয়েল, বিষয়টি তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গ্লেন ম্যাক্সওয়েলের ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল ক্রিকেট অস্ট্রেলিয়া। এ বিষয়ে আরও তথ্য জানতে চাইছি আমরা। সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’