AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: আজ বদলার ম্যাচ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের (Bangladesh) এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আজই শেষ ম্যাচে নামছে। এত হতশ্রী পারফরম্যান্স তাদের সমর্থকরা আশা করেননি। শেষ ম্যাচটা যেমন নিয়মরক্ষার তেমনই সম্মান রক্ষারও বটে।

T20 World Cup 2021: আজ বদলার ম্যাচ অস্ট্রেলিয়ার
অজিদের ফোকাসে সেমিফাইনাল। সৌ: টুইটার
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 8:54 AM
Share

দুবাই: ঘটনা কিছুদিন আগের। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে টি-২০ সিরিজে হেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে (Australia)। তারপর অনেক কিছু বদলে গেল। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া যেখানে সেমিফাইনালে ওঠার লড়াই করছে সেখানে মূল পর্বে একটাও ম্যাচ না জিতে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ অ্যারন ফিঞ্চের দলের কাছে তাই বদলার ম্যাচ। অস্ট্রেলিয়ার একটাই লক্ষ্য, বাংলাদেশকে হারানো। টাইগারদের বড় ব্যবধানে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে কিছুটা এগিয়ে যেতে পারবে তারা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়িয়ে রেখেছে ইংল্যান্ড (England)। তাদের পিছনে আছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। এখন তাঁরা গ্রুপের দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারাতে পারলেই দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবেন স্টিভ স্মিথরা। পাশাপাশি বাংলাদেশের কাছে সিরিজ হারের বদলাও নেওয়া যাবে।

বাংলাদেশের এবারের বিশ্বকাপে আজই শেষ ম্যাচে নামছে। এত হতশ্রী পারফরম্যান্স তাদের সমর্থকরা আশা করেননি। শেষ ম্যাচটা যেমন নিয়মরক্ষার তেমনই সম্মান রক্ষারও বটে। অন্তত একটা ম্যাচ জিতে মাঠ ছাড়তে চায় তারা। ম্যাচ হবে দিনের বেলায়। তাই টস এই ম্যাচে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে সর্বোচ্চ রান ১৫৪। করেছিল শ্রীলঙ্কা। কিন্তু অস্ট্রেলিয়া তার থেকে বেশি রান করেছে প্রথম ইনিংসে। বাংলাদেশের পক্ষে সব থেকে খারাপ দিক স্পিনারদের ক্লিক না করা। যোগ্যতা নির্ণায়ক পর্বে যেখানে মেহদি হাসানরা ১৪ উইকেট নিয়েছিলেন সেখানে মূল পর্বে তাদের দখলে মাত্র ৯টি উইকেট। জেতার মানসিকতা নিয়ে মাঠে নামার কথা বলছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। কিন্তু মাহমদুল্লাহর দলের পক্ষে কি সেটা সম্ভব? আশা দেখছে না ক্রিকেট মহল।

অন্য দিকে অস্ট্রেলিয়া দুবাইয়ের উইকেটে প্রথম এগারো কি হবে সেটা নিয়েই ভাবনা অজি শিবিরে। ষষ্ঠ বোলার হিসেবে কি মিচেল মার্শ দলে থাকবেন, নাকি স্পিনার অ্যাস্টন অ্যাগার দলে আসবেন? তবে আরেক স্পিনার জাম্পা ও জস হ্যাজেলউডের বাংলাদেশের বিরুদ্ধে পারফরম্যান্স ফিঞ্চের কাছে বড় ভরসার জায়গা।

আরও পড়ুন : Rahul Dravid: বিরাটদের কোচ হলেন রাহুল দ্রাবিড়