Ashes Series: অ্যাসেজ সিরিজের প্রথম দুটো টেস্ট টিমের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া
দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলে সুযোগ পেলেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড।
নয়াদিল্লি: মিশন টি-২০ বিশ্বকাপ (T20 World Cuo) পূর্ণ করে ফেলেছে অস্ট্রেলিয়া (Australia)। এ বার অজিদের ফোকাসে দেশের মাঠের অ্যাসেজ (Ashes Series)। আজ, বুধবার অ্যাসেজের প্রথম দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। ৮ ডিসেম্বর গাব্বার শুরু হবে অ্যাসের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ ডিসেম্বর অ্যাডিলেডে।
দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলে সুযোগ পেলেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড। ২০১৯ সালে অজিদের হয়ে শেষ টেস্ট খেলেছেন খোয়াজা। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন। যার সুবাদে অ্যাসেজ সিরিজে ডাক পেলেন তিনি। তবে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো বেশ কয়েকজন ক্রিকেটার — ম্যাথু ওয়েড, মিচেল মার্শ এমনকি টি-২০ (T20) দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও সুযোগ পাননি অ্যাসেজ সিরিজে অজিদের দলে।
The National Selection Panel has named a 15-player squad for the first two matches of the Vodafone Men's #Ashes Series against England!
Tickets: https://t.co/yhYqPqaGFD pic.twitter.com/rDynzKb7rW
— Cricket Australia (@CricketAus) November 17, 2021
অজি তরুণ ক্রিকেটার উইল পুকোভস্কিও অ্যাসেজ সিরিজে জায়গা পায়নি। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ভারত ২-১ ব্যবধানে হারিয়েছিল অজিদের। তার পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট খেলবেন টিম পেইনরা।
এক নজরে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাশ হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুসেন, নাথান লিঁয়, মাইকেল নাসের, ঝাই রিচার্ডসন মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার।
পাশপাশি ইংল্যান্ড লায়ন্সদের বিরুদ্ধে খেলার জন্য সিএ (CA) অস্ট্রেলিয়ার এ দলের ঘোষণাও করেছে। এক নজরে অস্ট্রেলিয়া ‘এ’ দল: সিন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারে, হেনরি হান্ট, জশ ইনগ্লিস, নিক ম্যাডিসন, মিচেল মার্শ, ম্যাট রেনশ, মার্ক স্টেকেটি, ব্রাইস স্ট্রিট।
Selected players to be included in an extended squad for the Australia A tour match against the England Lions:
Sean Abbott, Ashton Agar, Scott Boland, Alex Carey, Henry Hunt, Josh Inglis, Nic Maddinson, Mitchell Marsh, Matt Renshaw, Mark Steketee and Bryce Street.
— Cricket Australia (@CricketAus) November 17, 2021