তেইশের বিশ্বকাপের (ICC World Cup) লিগ পর্ব শেষ লগ্নে। আগামী কাল লিগের শেষ ম্যাচে ভারত বনাম নেদারল্যান্ডস। শনিবার ছিল ডাবল হেডার। চতুর্থ সেমিফাইনালিস্ট হিসেবে নিউজিল্যান্ড এক পা ফেলে রাখলেও জটিল অঙ্কে টিকে ছিল পাকিস্তান। আর কোনও অঙ্ক নেই। চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নিউজিল্যান্ড। পুনেতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দেখা গিয়েছিল ম্যাক্সি ঝড়। বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস মিচেল মার্শের। হার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হল বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন এখনও নিশ্চিত নয়। দিনের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। স্টোকস, রুটের অনবদ্য ইনিংস এবং বোলারদের দাপটে বড় জয় ইংল্যান্ডের। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করল ইংল্যান্ড। এই জোড়া ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর লাইভব্লগে।
ক্রিকেটের নন্দনকাননে শনিবার মুখোমুখি হয় ইংল্যান্ড ও পাকিস্তান। ইডেনে ম্যাচ উপভোগ করলেন কিংবদন্তি গায়ক। বিস্তারিত পড়ুন: ইংল্যান্ডের সোনালি অধ্যায়ের শেষ দেখতে হাজির কিংবদন্তি মিক জ্যাগার
টুর্নামেন্টের শেষ দিকে জ্বলে উঠল ইংল্যান্ড। ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। কেরিয়ারের শেষ ম্যাচে অনবদ্য উইলি। কোনওরকমে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন ইংল্যান্ডের। ইডেনে কেমন খেললেন স্টোকস-বাবররা! বিস্তারিত পড়ুন: বিদায়ী ম্যাচেও বিবর্ণ পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড
কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্যাচ খেলছেন ডেভিড উইলি। সলমন আঘাকে ফিরিয়ে ওডিআইতে উইকেটের সেঞ্চুরি। অবসরের আগে দারুণ কৃতিত্ব।
সেমিফাইনালের সম্ভাবনা শুধু কাগজে কলমেই ছিল। মিরাকল প্রয়োজন ছিল। ইংল্যান্ড ৩৩৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে। শেষ চারে যেতে ৪০ বলে এই রান তুলতে হত বাবরদের। সেই সম্ভাবনা আগেই শেষ। জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার চেষ্টাও কার্যত দেখা গেল না। ইংল্যান্ডের চাই আর ৩ উইকেট।
বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের বাঁ হাতি পেসার ডেভিড উইলি। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলছেন। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট উইলির। শফিককে ফেরালেন তিনি। ক্রিজে পাক অধিনায়ক বাবর আজম।
টানা জয় দিয়ে লিগ পর্ব শেষ করল অজিরা। বাংলাদেশকে ৮ উইকেটে হারল প্যাট কামিন্সের দল।
পাকিস্তানকে ৩৩৮ রানের লক্ষ্য দিয়ে শেষ হল ইংল্যান্ডের ইনিংস।
শাহিনের অনবদ্য ক্যাচ। ফিরলেন হ্যারি ব্রুক।
টানা দ্বিতীয় সেঞ্চুরি হল না। ফিরলেন বেন স্টোকস। ব্যক্তিগত ১০ রানে নিজের বোলিংয়ে তাঁর ক্যাচ ফেলেছিলেন শাহিন আফ্রিদি। সেই শাহিনই বোল্ড করলেন বেন স্টোকসকে। ৮৪ রানে আউট স্টোকস।
হাফ সেঞ্চুরি করলেন জো রুট।
৮৭ বলে সেঞ্চুরি এল মার্শের ব্যাটে।
গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বেন স্টোকস। আজকের ম্যাচে নিজের বলে স্টোকসের ক্যাচ মিস করেন আফ্রিদি। সেই সময় মাত্র ১০ রানে ছিলেন স্টোকস। তাঁর ক্যাচ ফেলা যে কত বড় ভুল তা টেড় পাচ্ছে পাকিস্তান। ৫৩ বলে হাফ সেঞ্চুরি স্টোকসের।
জনি বেয়ারস্টোকে ফেরালেন হ্যারিস রউফ। ৬১ বলে ৫৯ রান করে মাঠ ছাড়লেন বেয়ারস্টো। ক্রিজে এলেন নতুন ব্যাটার বেন স্টোকস।
৫২ বলে অর্ধশতরান পূর্ণ করলেন জনি বেয়ারস্টো। ক্রিজে এখন তাঁর সঙ্গী জো রুট।
মাত্র ১০ রান করে ফিরলেন ট্রাভিস হেড।
৩১ রান করে ফিরলেন ডেভিড মালান। তাঁকে ফেরালেন ইফতিকার আহমেদ।
ইংল্যান্ডের পাওয়ার প্লে শেষ। জমাট ওপেনিং জুটি জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭২ রান তুলেছেন দুই ওপেনার।
শুরু হল অস্ট্রেলিয়ার ইনিংস। ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড জুটি।
অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের লক্ষ্য দিয়ে শেষ হল বাংলাদেশের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে ডেভিড মালান ও জনি বেয়ারস্টো।
শতরান হল না। ৭৪ রান করেই ফিরতে হল তৌহিদ হৃদয়কে।
রহিমকে ফেরালেন অ্যাডাম জাম্পা। বিশ্বকাপের এক সংস্করনে ২২ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন অজি তারকা।
টস জিতে বাবরদের ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড।
চতুর্থ উইকেট হারাল টাইগাররা। ফিরলেন মাহমুদউল্লাহ।
৩৩ ওভারে ২০৩ রান এল টাইগারদের ঝুলিতে। উইকেট হারিয়েছে ৩ টি।
বিস্তারিত পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন অঙ্ক মিলিয়ে মিরাকেলের অপেক্ষায় বাবররা
তৃতীয় উইকেট হারাল বাংলাদেশে। রান আউট হলেন নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেট হারাল টাইগাররা। ফিরলেন লিটন দাস। লিটনের সঞ্চয় ৩৬ রান।
ফিরলেন ছন্দে থাকা তানজিদ। অভিষেকেই চমক অ্যাবটের। তানজিদকে ফেরালেন তিনি।
টাইগারদের হয়ে ওপেনিংয়ে তানজিদ হাসান ও লিটন দাস।
টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। অন্যদিকে ফিরেছেন স্মিথ।।