Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs BAN ICC WC Match Preview: বিধ্বংসী অজিদের বিরুদ্ধে ছন্নছাড়া বাংলাদেশের নজরে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’

Australia vs Bangladesh ICC world Cup 2023: তেইশের বিশ্বকাপে বাংলাদেশের থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল। উপমহাদেশে বিশ্বকাপ। সে কারণেই প্রত্যাশা। যদিও সেই অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। দল এবং বোর্ডের অন্দরে নানা বিতর্কও চলছে। এরই মাঝে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ। বলা যায় বিধ্বংসী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছন্নছাড়া বাংলাদেশ। তাদের কাছে একটাই লক্ষ্য, ভালো পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযান শেষ করা।

AUS vs BAN ICC WC Match Preview: বিধ্বংসী অজিদের বিরুদ্ধে ছন্নছাড়া বাংলাদেশের নজরে 'চ্যাম্পিয়ন্স ট্রফি'
বাংলাদেশ ম্যাচে ফিরছেন স্টিভ স্মিথ।Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 12:10 AM

পুনে: দুই দল, লক্ষ্য ভিন্ন। সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। উল্টোদিকে বাংলাদেশ। এ বারের বিশ্বকাপ অভিযান শেষ হচ্ছে। সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনও জটিল অঙ্কে। কোনও ভাবে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেই রাস্তা সহজ হবে। বিশ্বকাপে বাংলাদেশের যা পারফরম্যান্স, তাতে বাংলাদেশের অতি বড় সমর্থকও প্রত্যাশা করছেন না। চোট পেয়ে এই ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাকিবেরই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

তেইশের বিশ্বকাপে বাংলাদেশের থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল। উপমহাদেশে বিশ্বকাপ। সে কারণেই প্রত্যাশা। যদিও সেই অনুযায়ী পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। দল এবং বোর্ডের অন্দরে নানা বিতর্কও চলছে। এরই মাঝে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ। বলা যায় বিধ্বংসী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছন্নছাড়া বাংলাদেশ। তাদের কাছে একটাই লক্ষ্য, ভালো পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযান শেষ করা। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। তার যোগ্যতা অর্জনের জন্যও এই ম্যাচই শেষ সুযোগ বাংলাদেশের কাছে।

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অভিযান শুরু হয়েছিল জোড়া হারে। তারপর টানা জয়। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খাদের কিনারা থেকে দলকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচ থেকেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। আফগানদের বিরুদ্ধে চোট নিয়েই ব্যাট করেছেন ম্যাক্সওয়েল। কোনও ফুটওয়ার্ক ছাড়াই বিধ্বংসী ইনিংস। ক্র্যাম্পের জন্য ঠিকঠাক দৌড়তেই পারছিলেন না। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সেমিফাইনালের আগে উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা, সেটাও প্রশ্ন।

আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়া যায়নি স্টিভ স্মিথকে। ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে ফিরছেন স্টিভ স্মিথ। ধোঁয়াশা থাকছে শুধু ম্যাক্সিকে নিয়েই। অস্ট্রেলিয়ার কম্বিনেশনে আর কোনও বদলের সম্ভাবনা নেই।