AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs PAK ICC WC Match Preview: ‘কে আছে, কে নেই’, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধাঁধায় পাকিস্তান!

Australia vs Pakistan ICC world Cup 2023: বেশ কয়েক দিন আগেই বেঙ্গালুরুতে পৌঁছেছিল পাকিস্তান ক্রিকেট টিম। অধিনায়ক বাবর আজমের জন্মদিন সেলিব্রেশন, টিম ডিনার সবই হয়। এরই মাঝে বেশ কয়েকজন ক্রিকেটারের ভাইরাল জ্বরে কার্যত মিনি হাসপাতালে পরিণত হয় পাকিস্তান টিম। সমস্যা অনেকটাই মিটেছে বলে পাকিস্তান টিম সূত্রে খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুল টিম পাওয়া যাবে, আশাবাদী পাকিস্তান শিবির। প্রশ্ন উঠছে সহ অধিনায়ক শাদাব খানকে নিয়ে।

AUS vs PAK ICC WC Match Preview: ‘কে আছে, কে নেই’, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধাঁধায় পাকিস্তান!
Image Credit: AFP
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 8:15 AM
Share

বেঙ্গালুরু: বিশ্বকাপে যেন নতুন শুরু হচ্ছে পাকিস্তানের। প্রথম দু-ম্যাচ জিততে আত্মবিশ্বাসে টগবগে ছিলেন বাবর আজমরা। ভারতের বিরুদ্ধে নামার আগে নানারকম হুঁশিয়ারিও দিয়েছেন তাঁদের ক্রিকেটাররা। তবে একটা ম্যাচেই আত্মবিশ্বাস তলানিতে। পাকিস্তানের ব্যাটিং এবং প্লেয়ারদের মানসিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এর মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও রয়েছেন। তেমনই বর্তমান পাক টিমের ব্যাটিং যে ভাবে চাপের মুখে ভেঙে পড়ে, অবাক ভারতের অনেক প্রাক্তন ক্রিকেটারই। আমেদাবাদের ম্যাচটা তার অন্যতম প্রমাণ। ১৫৫-২ থেকে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচ জিততে কোনও সমস্যাই হয়নি ভারতের। আজ পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া। তার আগে আরও সমস্যা রয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেশ কয়েক দিন আগেই বেঙ্গালুরুতে পৌঁছেছিল পাকিস্তান ক্রিকেট টিম। অধিনায়ক বাবর আজমের জন্মদিন সেলিব্রেশন, টিম ডিনার সবই হয়। এরই মাঝে বেশ কয়েকজন ক্রিকেটারের ভাইরাল জ্বরে কার্যত মিনি হাসপাতালে পরিণত হয় পাকিস্তান টিম। সমস্যা অনেকটাই মিটেছে বলে পাকিস্তান টিম সূত্রে খবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুল টিম পাওয়া যাবে, আশাবাদী পাকিস্তান শিবির। প্রশ্ন উঠছে সহ অধিনায়ক শাদাব খানকে নিয়ে। তিনি অলরাউন্ডার। টুর্নামেন্টে ব্যাটিং কিংবা বোলিংয়ে যদিও ভরসা দিতে পারেননি। তাঁকে নিয়ে অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। সহ অধিনায়ক হওয়ায় তাঁকে বাদ দেওয়া নিয়ে অস্বস্তি। এই ম্যাচে শাদাব কিংবা মহম্মদ নওয়াজের জায়গায় খেলানো হতে পারে লেগ স্পিনার উসামা মিরকে।

টানা দু’টি হারের পর অবশেষে জয়ে ফিরেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। বোলিংয়ে অনবদ্য পারফর্ম করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর পিঠের চোট অবশ্য অস্বস্তিতে রেখেছে জাম্পাকে। সে কারণেই বোলিংয়ে সমস্যা হচ্ছিল। এই ম্যাচের আগেও অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন, ম্যাচে জাম্পাকে পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। ফলে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার।