AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AUS vs WI: ৮ উইকেট বনাম ১৫৬ রান! ব্রিসবেনে দিন-রাতের টেস্ট জমজমাট

Australia vs West Indies Day-Night Test: ব্রিসবেনে প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা অনবদ্য পারফর্ম করেছিলেন। বোলিংয়েও দুর্দান্ত পারফর্ম করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে বলতে হয় আলজারি জোসেফ এবং কেমার রোচের কথা। তবে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বিধ্বংসী ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে থাকতে দেয়নি। ২৮৯-৯ স্কোরেই প্রথম ইনিংসে সমাপ্তি ঘোষণা করেছিলেন প্যাট কামিন্স। নজর ছিল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে।

AUS vs WI: ৮ উইকেট বনাম ১৫৬ রান! ব্রিসবেনে দিন-রাতের টেস্ট জমজমাট
Image Credit: AFP
| Updated on: Jan 27, 2024 | 8:26 PM
Share

রুদ্ধশ্বাস সমাপ্তির প্রত্যাশা ছিল। হয়তো তেমনই হতে চলেছে। যদিও অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়াই। ব্রিসবেনে চলছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দিন রাতের টেস্ট। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ আরও একটু প্রতিরোধ গড়তে পারলে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হত অস্ট্রেলিয়াকে। জশ হ্যাজলউড ও নাথান লিয়ঁর অনবদ্য বোলিং স্বস্তি দেয় অজিদের। আরও একটা স্বস্তি ওপেনার স্টিভ স্মিথ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ব্রিসবেনে প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা অনবদ্য পারফর্ম করেছিলেন। বোলিংয়েও দুর্দান্ত পারফর্ম করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে বলতে হয় আলজারি জোসেফ এবং কেমার রোচের কথা। তবে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বিধ্বংসী ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে থাকতে দেয়নি। ২৮৯-৯ স্কোরেই প্রথম ইনিংসে সমাপ্তি ঘোষণা করেছিলেন প্যাট কামিন্স। নজর ছিল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। যদিও ১৯৩ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে সামান্য লিড ছিল। সুতরাং, ব্রিসবেন টেস্ট জিততে হলে ব্যাটারদের ভালো পারফর্ম করতে হত। ওয়েস্ট ইন্ডিজের তুলনামূলক অনভিজ্ঞ দল সেটা পারল না। কার্ক ম্যাকেঞ্জি (৪১), অ্যালিক আথানেজ (৩৫), জাস্টিন গ্রেভস (৩৩), কাভেম হজ (২৯) সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ। যার জেরে ১৯৩ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। অজি পেসার জশ হ্যাজলউড এবং অফস্পিনার নাথান লিয়ঁ তিনটি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য ২১৬। দ্রুতই জোড়া ধাক্কা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উসমান খোয়াজা এবং মার্নাস লাবুশেন আউট হয়ে ফিরেছেন। তবে ওপেনার স্টিভ স্মিথের সঙ্গে ক্রিজ আঁকড়ে পড়ে রয়েছেন ক্যামেরন গ্রিন। ব্রিসবেন টেস্ট জিততে আরও ১৫৬ রান চাই অস্ট্রেলিয়া। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৮ উইকেট।