IPL 2025, LSG: হারের পরই সুখবর, বিরাট স্বস্তি পেলেন লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ

Mar 25, 2025 | 5:10 PM

Delhi Capitals vs Lucknow Super Giants: ম্যাচ তাঁদের হাতেই ছিল। লখনউয়ের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে ঋষভ পন্থ স্টাম্পিং মিস না করলে হাসি মুখেই মাঠ ছাড়তে পারতেন। হারের পর অবশ্য সুখবর পেলেন ঋষভ পন্থ।

IPL 2025, LSG: হারের পরই সুখবর, বিরাট স্বস্তি পেলেন লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে চারটি ম্যাচ হয়ে হিয়েছে। এর মধ্যে আজ খেলেছে লখনউ সুপার জায়ান্টসও। গত কালই অভিযান শুরু করেছে তারা। যদিও শুরুটা হয়েছে হতাশায়। ‘সদ্য প্রাক্তন’ দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ঋষভ পন্থ। ব্যাটিং, কিপিং কিংবা ক্যাপ্টেন্সি সব দিক থেকেই হতাশ করেছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। ম্যাচ তাঁদের হাতেই ছিল। লখনউয়ের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে ঋষভ পন্থ স্টাম্পিং মিস না করলে হাসি মুখেই মাঠ ছাড়তে পারতেন। হারের পর অবশ্য সুখবর পেলেন ঋষভ পন্থ।

মরসুম শুরুর আগে থেকেই লখনউ সুপার জায়ান্টসকে চাপে রেখেছিল একাধিক পেসারের চোট। বাঁ হাতি পেসার মহসিন খান পুরোপুরি ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নেওয়া হয় শার্দূল ঠাকুরকে। প্রথম ম্যাচে নামিয়েও দেওয়া হয়। নতুন বলে ভালো বোলিং করেছেন। লখনউ ভুগেছে স্লগ ওভার বোলিংয়ে। মহসিন যেমন চোটে ছিটকে গিয়েছেন তেমনই চোটের তালিকায় রয়েছেন এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদবও। আরও একজন এই তালিকায় ছিলেন, আবেশ খান। তাঁকে নিয়েই স্বস্তির খবর।

আইপিএলে টিমের সঙ্গে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন আবেশ খান। নিঃসন্দেহে ঋষভ পন্থ এবং লখনউ সুপার জায়ান্টসের কাছে যা স্বস্তির খবর। কারণ, স্লগ ওভারে তাঁর মতো একজন অভিজ্ঞ পেসার থাকলে সুবিধা হবে। ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচ থেকেই হয়তো পাওয়া যাবে আবেশ খানকে। সানরাইজার্সের যা বিধ্বংসী ব্যাটিং, আবেশ কিছুটা পার্থক্য গড়ে দিতে পারলে লখনউয়ে স্বস্তি ফিরতেই পারে।