Axar Patel: সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিল সিরাজ… বিশ্বজয়ের পর ঘটে যাওয়া অজানা গল্প ফাঁস করলেন অক্ষর প্যাটেল

Oct 08, 2024 | 7:19 PM

Watch Video: সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের এক এপিসোডে বিশ্বজয়ী তারকারা অতিথি হিসেবে এসেছিলেন। সেখানেই ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) ফাঁস করেন, সিরাজের এক অজানা গল্প।

Axar Patel: সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিল সিরাজ... বিশ্বজয়ের পর ঘটে যাওয়া অজানা গল্প ফাঁস করলেন অক্ষর প্যাটেল
Axar Patel: সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিল সিরাজ... বিশ্বজয়ের পর ঘটে যাওয়া অজানা গল্প ফাঁস করলেন অক্ষর প্যাটেল

Follow Us

কলকাতা: কয়েক মাস আগে টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এখনও ঘুরে ফিরে ভারতের বিশ্বজয়ের দিনের নানা ঘটনা সকলের সামনে আসছে। বার্বাডোজে ভারত বিশ্বজয় করার পর সকলে যে সময় সেলিব্রেশনে মেতে ছিলেন, তখন বিরাট চাপে পড়ে গিয়েছিলেন মহম্মদ সিরাজ। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের এক এপিসোডে বিশ্বজয়ী তারকারা অতিথি হিসেবে এসেছিলেন। সেখানেই ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) ফাঁস করেন, সিরাজের এক অজানা গল্প। বিশ্বজয়ের পর সাক্ষাৎকার দিতে দিতে হঠাৎই নাকি তিনি পালিয়ে গিয়েছিলেন। কেন এমনটা করেছিলেন সিরাজ?

কপিল শর্মার কমেডি শো-তে এক এপিসোডে অতিথি ছিলেন রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, শিবম দুবে ও সূর্যকুমার যাদব। সেখানে অক্ষর প্যাটেল হাসতে হাসতে শোনান তাঁর ও সিরাজের ইংরেজিতে সাক্ষাৎকার দিতে গিয়ে কী অবস্থা হয়েছিল। অক্ষর বলেন, “সিরাজ সবাইকে বলছিল, ‘আরে ডিকে ভাই ইংরেজিতে আমার সাক্ষাৎকার নিল। এতজন রয়েছি আমরা। সবাই ইংরেজি পারে। আমাদের দু’জনকেই ইংরেজিতে বলার জন্য কেন ধরল, জানি না।”

এই খবরটিও পড়ুন

এরপর কপিল শর্মা ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে প্রশ্ন করেন, তিনি ইংরেজিতে ডিকেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কিনা। উত্তরে বাঁ-হাতি স্পিনার বলেন, ‘হ্যাঁ সাক্ষাৎকার দিয়েছিলাম তো। তবে ওই সময় আমি নিজেই জানি না, কী বলেছিলাম। আর সিরাজ তো অর্ধেক সাক্ষাৎকার দিয়ে পালিয়ে গিয়েছিল। বুঝিয়েছিল যে ও যতটা ইংরেজি পারত, সেই কোটা পূরণ করে ফেলেছে।’ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োটি ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক এক্স হ্যান্ডেলে শেয়ার করে হাসির কয়েকটি ইমোজি দিয়েছেন।

Next Article