
কলকাতা: আইপিএল (IPL) যে তরুণদের আত্মপ্রকাশের মঞ্চ, তা আবারও প্রমাণিত হচ্ছে। ১৪ বছরের বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) পর রবিবার ১৭ বছরের আয়ুষ মাহত্রের (Ayush Mhatre) আইপিএল অভিষেক হয়েছে। টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে ডেবিউ হওয়া বৈভব খেলেছেন রাজস্থান জার্সিতে লখনউয়ের বিরুদ্ধে। আর আয়ুষের আইপিএল অভিষেক হল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জার্সিতে। আয়ুষকে খেলতে দেখে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁর পরিবারের সদস্যদের। আয়ুষের ছোট্ট ভাই তো আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন।
বৈভব নিজের আইপিএল ডেবিউ ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি। আয়ুষও তা পারলেন না। কিন্তু ১৫ বলে ৩২ রান করে আলোচনায় নাম করে নিয়েছেন আয়ুষ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আয়ুষ মেরেছেন ৪টি চার ও ২টি ছয়। ওয়াংখেড়েতে রাহুল ত্রিপাঠীর জায়গায়, তিনে ব্যাটিংয়ে নেমেছিলেন আয়ুষ। অল্প সময় ক্রিজে কাটালেও বেশ নজর কেড়েছেন আয়ুষ।
মুম্বইয়ের বিরুদ্ধে সিএসকে রাচিন রবীন্দ্রর উইকেট হারানোর পর চতুর্থ ওভারে ক্রিজে আসেন আয়ুষ। তিনি আইপিএল কেরিয়ারের প্রথম বলে সিঙ্গল নেওয়ার পরের তিন বলে একটি চার ও পরপর ২টি ছয় মারেন। যা দেখে মহেন্দ্র সিং ধোনিও আপ্লুত হন। ১৫ বলে ৩২ রান করার পর দীপক চাহার ফেরান তাঁকে। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল সিএসকের এক ভিডিয়ো। যেখানে দেখা যায় বছর ১৭-র আয়ুষের আইপিএল অভিষেক দেখে তাঁর ছোট ভাই কেঁদে ফেলে।
Pure Wholesomeness!! 🥺
What the debut meant to Ayush’s cousins! 💛#MIvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/3PclGOuKHx— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2025