ICC T20 Rankings: দাভিদ মালানকে টপকে টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজম

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 03, 2021 | 5:09 PM

T20 World Cup 2021: চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকার সুবাদে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ICC T20 Rankings: দাভিদ মালানকে টপকে টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজম

Follow Us

দুবাই: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) যে দুর্ধর্ষ পারফরম্যান্সের মধ্য দিয়ে সকলকে চমকে দিচ্ছে পাকিস্তান (Pakistan) তাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পাক নেতা বাবর আজমের (Babar Azam)। বিশ্বকাপ চলাকালীন আজ, বুধবার আইসিসি টি-২০ ব়্যাঙ্কিং (ICC T20 Rankings) প্রকাশ করেছে। যেখানে ব্যাটারদের তালিকায় দাভিদ মালানকে (Dawid Malan) টপকে শীর্ষে পৌঁছে গিয়েছেন বাবর আজম। এবং বোলারদের তালিকায় প্রথম বারের মতো শীর্ষে পৌঁছে গিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)।

দীর্ঘদিন ধরে টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার দাভিদ মালান। কিন্তু চলতি বিশ্বকাপে তিনি ফর্মে নেই। কিন্তু বাবর দুরন্ত ফর্মে রয়েছেন। এ বারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচে খেলে তিনটি অর্ধশতরান করে ফেলেছেন পাকিস্তানের ক্যাপ্টেন। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে অপরাজিত ৬৮ রান এসেছিল তাঁর ব্যাট থেকে, আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৫১ রান করেন তিনি এবং মঙ্গলবার নামিবিয়ার বিরুদ্ধে ৭০ রানের ইনিংস উপহার দেন বাবর। আর তার সুবাদে টি-২০ ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর অর্জিত পয়েন্ট ৮৩৪। দ্বিতীয় স্থানে থাকা মালানের অর্জিত পয়েন্ট ৭৯৮।

আইসিসি প্রকাশিত টি-২০ ব্যাটারদের তালিকার তিন নম্বরে রয়েছেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। তাঁর অর্জিত পয়েন্ট ৭৩৩। ৭৩১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন পাক ওপেনার মহম্মদ রিজওয়ান। ভারত অধিনায়ক বিরাট কোহলি ৭১৪ পয়েন্ট নিয়ে রয়েছেন ক্রমতালিকার পাঁচ নম্বরে।

ব্যাটারদের মতো বোলারদের তালিকাতেও পরিবর্তন হয়েছে। দক্ষিণ আফ্রিকার তারকা বোলার তামরাইজ শামসিকে পিছনে ফেলে আইসিসি প্রকাশিত টি-২০ বোলারদের ক্রমতালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন শ্রীলঙ্কান লেগ স্পিনার ভানিন্দু হাসারঙ্গা। তাঁর অর্জিত পয়েন্ট ৭৭৬। দু’নম্বরে থাকা শামসির অর্জিত রেটিং পয়েন্ট ৭৭০। ৭৩০ পয়েন্ট নিয়ে বোলারদের তালিকার তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। এক ধাপ পিছিয়ে গিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। ৭২৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছেন তিনি।

আইসিসি প্রকাশিত টি-২০ অলরাউন্ডারদের তালিকায় ২৭১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও আফগান ক্যাপ্টেন মহম্মদ নবি দু’জনই রয়েছেন লিগ তালিকার শীর্ষে।

আরও পড়ুন: T20 World Cup 2021: বিরাট অধিনায়কত্বের গম্ভীর সমালোচনা গৌতমের

আরও পড়ুন: New Zealand vs Scotland Live Score, T20 World Cup 2021: ফিলিপসের পর গাপ্টিলকেও ফেরালেন হোয়েল

Next Article