দুবাই: অতীত নিয়েই চর্চা চলছে ওয়াঘার এপার-ওপারে। বিশ্বকাপের (World Cup) মঞ্চে কখনও পাকিস্তানের কাছে হারেনি ভারত, আসুমদ্র হিমাচল যা তথ্যে তৃপ্ত, উল্লসিত। করাচি, লাহোর, ইসলামাবাদের ছবিটা আবার উল্টো। বিশ্বকাপ এলেই কেন পাকিস্তান টিম গুটিয়ে যায়? কেন ভারতের বিরুদ্ধে সাফল্য পায় না ইমরান খানের দেশ? উত্তর খোঁজা চলছে।
আগের প্রজন্ম মাঠে নেমে কী করেছিল, তা নিয়ে মাথা ঘামাতে চাইছে না এই প্রজন্ম। বাবর আজমরা (Babar Azam) বরং চোখ রাখছেন সামনের দিকে। পাকিস্তানের ক্যাপ্টেন দেশীয় সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল প্রেস মিটে বলেই দিলেন, ‘বড় ইভেন্টে নামা আগে টিমের আত্মবিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে টিমে সেটা থাকে, বাকি কাজটাও করে ফেলা যায়। আমাদের এই পাকিস্তান টিমে সেটা আছে। আমরা টিম হিসেবেই তা তুলে ধরতে চাই। আর ভারতের বিরুদ্ধে পাকিস্তান কখনও বিশ্বকাপের ম্যাচ জেতেনি, এই তথ্য নিয়ে কিন্তু আমরা সত্যিই ভাবছি না। অতীতে যা হয়েছে, তা নিয়ে ভেবে কী করব। আমার নিজের টিমের উপর প্রত্যাশা আছে, ভরসা আছে। ওরা নিজেদের সেরাটাই দেবে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচেই উল্টো দিকে ভারত বলে বাড়তি চাপ অনুভব করছেন না, তা নয়। আর সেই চাপ সামলানোর জন্যই মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন বাবররা। পাক অধিনায়কের কথায়, ‘ভারতের বিরুদ্ধে যে ম্যাচ খেলা সব সময় চাপের। আর তাই আমাদের ফোকাসটা রাখতে হবে ক্রিকেটে। নিজেদের যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে। ম্যাচ দিনে যে টিম ভালো খেলবে, তারা শেষ পর্যন্ত জিতবে। আর ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা যদি বলেন, তা হলে বলব, ক্রিকেটটা তো আর পাল্টে যাচ্ছে না। নিজেদের স্বাভাবিক খেলাটাই যে কারণে খেলতে হবে। যেটা দরকার, সেটা হল, মাইন্ডসেটের পরিকল্পনা। এই রকম উত্তেজক ম্যাচের চাপ কী ভাবে সামলাতে হয়, তার পরিকল্পনা আমরা করছি।’
সদ্য আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটাররা যেমন আমিরশাহির পিচ হাতের তালুর মতো চেনেন, তেমনই পাকিস্তান টিমের ক্রিকেটাররাও। পিচ, পরিবেশ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকার কারণেই ভারত-পাক টক্কর সমানে সমানে হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। এক পাক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাবর বলেছেন, ‘আমি আমার ক্রিকেট কেরিয়ারের শুরু থেকেই, মানে ৩-৪ বছর ধরে আমিরশাহিতে খেলছি। পিচের চরিত্র খুব ভালো করে জানি। কী ভাবে ব্যাট করতে হয় এখানে, সেটাও জানি। শুধু আমি নই, পুরো টিমেরই কন্ডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। আর তাই একই কথা বলতে হবে, যে টিম ওই দিনটা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারবে, তারাই জিতবে ম্যাচটা।’
আরও পড়ুন: T20 World Cup 2021: নইমের উড়ন্ত ক্যাচে মুগ্ধ ক্রিকেট দুনিয়া
আরও পড়ুন: T20 World Cup 2021: ভারতের কোনও প্ল্যান বি নেই, বলছেন নাসের হুসেইন