AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2021: ভারতের কোনও প্ল্যান বি নেই, বলছেন নাসের হুসেইন

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন, আইসিসি (ICC) টুর্নামেন্টের নকআউটে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। পাকিস্তান তো বটেই, যে কোনও টিমই কিন্তু অঘটন ঘটিয়ে দিতে পারে।

T20 World Cup 2021: ভারতের কোনও প্ল্যান বি নেই, বলছেন নাসের হুসেইন
T20 World Cup 2021: ভারতের কোনও প্ল্যান বি নেই, বলছেন নাসের হুসেইন (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Oct 22, 2021 | 3:53 PM
Share

লন্ডন: যতই বিরাট কোহলির টিমকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হোক। যতই বলা হোক, কুড়ি-বিশের দুনিয়ায় ভারতই অন্যতম সেরা টিম। কেউ কেউ এমনও আছেন, যাঁরা কিন্তু উল্টো পথে হাঁটতে চাইছেন। নাসের হুসেইনের (Nasser Hussain) মতো। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কিন্তু স্পষ্ট বলে দিচ্ছেন, আইসিসি (ICC) টুর্নামেন্টের নকআউটে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। পাকিস্তান তো বটেই, যে কোনও টিমই কিন্তু অঘটন ঘটিয়ে দিতে পারে।

নাসেরের যুক্তি, ‘ভারত যে ফেভারিট, কোনও সন্দেহ নেই। কিন্তু ওদের সর্বতভাবে ফেভারিট বলতে পারব না। তার কারণই হল এই ফর্ম্যাট। খেলা যখন ছোট হয়, তখন অনেক কিছুই ঘটতে পারে। ৭০ বা ৮০ রানের একটা দুরন্ত ইনিংস কিংবা কোনও বোলারের তিনটে অবিশ্বাস্য ডেলিভারি খেলার রং পাল্টে দিতে পারে। আর এটা কিন্তু হঠাৎ করেই হয়। সেই কারণেই আমার মনে হচ্ছে, ভারতীয় টিমের বিরদ্ধে যে কোনও টিমই কিন্তু নকআউট পর্যায়ে অঘটন ঘটিয়ে দিতে পারে।’

নাসের কেন এমন কথা বলছেন? আইসিসি টুর্নামেন্ট ভারতের সাম্প্রতিক রেকর্ড খুব একটা ঝলমলে নয়। যে কারণে নাসের বলছেন, ‘এটা মানতেই হবে যে, আইসিসি টুর্নামেন্টে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এই রেকর্ডকে পাল্টে ফেলার জন্যই কিন্তু নামতে হবে ওদের। সেই সঙ্গে প্রত্যাশার একটা আকাশছোঁয়া চাপ সব সময় রয়েছে ওদের উপর। নকআউটের ম্যাচে যখন নামবে ওরা, তখন কিন্তু এই চাপগুলোও ওদের কাঁধে থাকবে।’

২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জিতেছিল। ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ। তারপর, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এই তিনটে ট্রফিই এসেছিল মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। তারপর শুধুই ব্যর্থতা। সে দিক থেকে দেখলে গত আট বছরে কার্যত ট্রফি আসেনি ভারতের।

নাসেরের কথায়, ‘ভারত যখন টি-টোয়েন্টি টুর্নামেন্টের নকআউটে নামবে, তখন কিন্তু অনেকের মাথাতেই আসবে ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালটা। ভুললে চলবে না, ভারতের কিন্তু কোনও প্ল্যান বি ছিল না। আর এটা কিন্তু এ বারও হতে পারে। সবচেয়ে বড় কথা হল, সবাই ভাবছে, ভারতই এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হবে, সেই চাপটা কতটা, যারা এটা নিয়ে খেলে, তারা ভালোই বোঝে।’

আরও পড়ুন: T20 World Cup 2021: ওমানকে হারিয়ে বিশ্বকাপের সুপার ১২-তে স্কটল্যান্ড