প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ জুড়ে চলছে নানা ঘটনা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়ল ক্রিকেটেও। পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। এই সিরিজের প্রস্তুতির অংশ হিসেবেই আগে এ দলের সফর রয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে পিছিয়ে গেল এ দলের সফরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে এই সফর।
পাকিস্তানে এ দলের সফরের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ ম্যাচের টেস্ট রয়েছে বাংলাদেশের। পাকিস্তান সফর শেষে ভারতে আসার কথা বাংলাদেশ ক্রিকেট টিমের। ভারতের মাটিতেও ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপেরই অন্তর্গত। যদিও এই সিরিজ ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও নিশ্চিত করা হয়েছে, বাংলাদেশ বোর্ডের সঙ্গে তাদের কথা হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিস্থিতি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে। পরবর্তী সিদ্ধান্তর কথা পরে জানানো হবে।’
বুধবার সকালে ইসলামাবাদে পৌঁছনোর কথা ছিল বাংলাদেশ এ দলের। দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ হওয়ার কথা। ১৭ অগস্ট পৌঁছনোর কথা বাংলাদেশ সিনিয়র দলের। এই সিরিজ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর নিয়েও আশঙ্কা রয়েছে।