AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakib Al Hasan: নিষিদ্ধ সাকিব আল হাসান! কেরিয়ারের সায়াহ্নে ফের ধাক্কা

Bangladesh Cricket: গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন সাকিব আল হাসান। সে সময়ই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। দু-দিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বোলিংকে নিষিদ্ধ করেছিল। আইসিসি স্বীকৃত কোনও খেলাতেই বোলিং করতে পারবেন না সাকিব।

Shakib Al Hasan: নিষিদ্ধ সাকিব আল হাসান! কেরিয়ারের সায়াহ্নে ফের ধাক্কা
Image Credit: Getty Images
| Updated on: Dec 16, 2024 | 6:06 AM
Share

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও। ওয়ান ডে ক্রিকেটে এখনও অবসর নেননি। যদিও বাংলাদেশ টিমে সদ্য দুটি ওডিআই সিরিজে জায়গাও পাননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আপাতত খেলছেন শ্রীলঙ্কায় টি-টেন লিগে। এর মাঝেই বড় ধাক্কা। বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আল হাসান। আইসিসি টুর্নামেন্টই হোক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এমনকি ঘরোয়া ক্রিকেটেও বোলিংয়ে নিষিদ্ধ। তাঁর বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।

গত সেপ্টেম্বরে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন সাকিব আল হাসান। সে সময়ই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। দু-দিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বোলিংকে নিষিদ্ধ করেছিল। আইসিসি স্বীকৃত কোনও খেলাতেই বোলিং করতে পারবেন না সাকিব। তাঁকে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। সেখানে পাশ করলে তবেই বোলিংয়ের এই নিষেধাজ্ঞা উঠবে। এ মাসের শুরুতেই আইসিসি স্বীকৃত মার্কিন মুলুকের লাউবোরো ইউনিভার্সিটিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়েছিল সাকিবের। তাতে কোনও সুরাহা হয়নি। দ্রুতই ফের তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে, সাকিব ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সাকিবের বোলিংকে নিষিদ্ধ করেছে। স্বাভাবিক ভাবেই ঘরোয়া ক্রিকেট, আন্তর্জাতিক এবং দেশের বাইরেও কোনও টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না সাকিব। অ্যাকশনের পরীক্ষায় পাশ করলে ফের বোলিংয়ে ফিরতে পারবেন।’ তবে সাকিব শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারবেন। শ্রীলঙ্কায় টি-টেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। এই নির্দেশিকার পর থেকেই আর বোলিং করেননি।