Shakib Al Hasan: ইংল্যান্ডের দেওয়া রানের পাহাড় টপকাতে ব্যর্থ বাংলাদেশ, সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’
ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছ সাকিব আল হাসানের বাংলাদেশ। অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল টাইগার্সরা। ধরমশালায় ১৩৭ রানের বিরাট ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে ইংল্যান্ড। এই হারের পর অবশ্য বাংলাদেশের ক্যাপ্টেন বলছেন, 'ভেঙে পড়লে চলবে না।'
ধরমশালা: একই মাঠে পরপর বিশ্বকাপের (ICC World Cup 2023) দু’টি ম্যাচ খেলল বাংলাদেশ। আফগানিস্তানকে ধরমশালায় হারিয়ে বিশ্বকাপ সফর শুরু করেছে বাংলাদেশ। সেই মাঠেই জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল বাংলাদেশের ম্যাচ। তাতে অবশ্য খুব একটা লাভ হল না সাকিবের দলের। ধরমশালায় আজ গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সামনে ছিল ৩৬৫ রানের পাহাড়। যা টপকে যেতে পারেননি সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। অবশ্য এই হারের পর বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসানের মুখে শোনা গেল, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’ আর কী বললেন সাকিব? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা টস জিতেছিলাম। আজকের আবহাওয়াটা ওখানে বেশ কিছুটা ঠান্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো এমন পরিবেশ ছিল। আমাদের বোলিংয়ের শুরুটাও ভালো হয়নি। বিশেষ করে প্রথম ১০ ওভার। ইংল্যান্ড এমন একটা টিম যাদের একটু সুযোগ দিলেই ওরা প্রতিপক্ষর উপর চেপে ববে। যদিও আমরা পরে ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল।’
ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের টার্গেট সেই অর্থে ভালোভালে তাড়া করতে পারেনি বাংলাদেশ। ব্যাট হাতে টপ অর্ডারে লিটন দাস ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। ক্যাপ্টেন সাকিব আউট হনন ১ রানে। বিরাট রানের পাহাড় সামনে ছিল বাংলাদেশের। কিন্তু শুরুতেই ছন্দপতন হয়। যা চাপ বাড়ায় বাংলাদেশের। এই নিয়ে সাকিব বলেন, ‘শুরুর ১০ ওভারের মধ্যে দ্রুত উইকেট হারালে ৩৫০ রান তাড়া করাটা আর সম্ভব হয় না। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম। আমাদের ভালো একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেটি বাস্তবায়িত করতে পারিনি। শুরুর দিকে যখন বল করছিলাম, তখন প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। ওই সময় রানটা যদি ৩২০-৩৩০ হত, তাও আমাদের একটা সুযোগ ছিল।’
ইংল্যান্ডের কাছে এই হারে অবশ্য হতাশায় ভেঙে পড়েননি সাকিব। বরং তিনি বলেন, ‘লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে বেশ কয়েকটা কঠিন ম্যাচও আছে। আজকের এই হারের ফলে আমাদের ভেঙে পড়লে চলবে না। বরং আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে।’