Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গদি উল্টে গেল, ভারত সিরিজের আগেই নতুন সভাপতি

Bangladesh Cricket Board: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নাজমুল হাসান পাপনকে। এরপর দায়িত্ব পান ফারুক আহমেদ। এ বার তাঁকেও সরিয়ে দেওয়া হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গদি উল্টে গেল, ভারত সিরিজের আগেই নতুন সভাপতি
Image Credit source: X

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 30, 2025 | 6:22 PM

বাংলাদেশে সরকার বদলের হাওয়া! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত ফারুখ আহমেদ। গত বছর ২১ অগাস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন ফারুখ। কিন্তু সরকার বদলের হাওয়ায় ফারুখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ ডিরেক্টর। আর তাতেই ফারুখের গদি উল্টে গেল। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নাজমুল হাসান পাপনকে। এরপর দায়িত্ব পান ফারুক আহমেদ। এ বার তাঁকেও সরিয়ে দেওয়া হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন প্রাক্তন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদকে প্রাথমিক ভাবে পরামর্শদাতা পদ থেকে সরিয়ে দিয়েছিল। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ রেখেছিল বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় (আইসিসি) কর্মরত ছিলেন আমিনুল ইসলাম। মন্ত্রনালয়ের সবুজ সংকেত পেতেই আইসিসির চাকরি ছাড়েন আমিনুল ইসলাম।

সরকার মনোনীত জাতীয় ক্রীড়া পরিষদের তরফে বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করা হল। দেশের হয়ে ১৩টি টেস্ট এবং ৪৯টি ওয়ান ডে খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। সামনেই ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর রয়েছে। সূচি অনুযায়ী তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন।