Litton Das : কেকেআর তারকার জামাই আদর, কব্জি ডুবিয়ে ২৯ পদ খেলেন লিটন দাস

Jamai Sasthi: কেকেআর যদি আইপিএলের প্লে অফে উঠত, আর লিটন দাস যদি আইপিএলের (IPL 2023) মাঝপথে হঠাৎ বাংলাদেশে না ফিরতেন, তা হলে এ বার তাঁর জামাইষষ্ঠী পালন করা হত না। দিনকয়েক আগেই ভারত থেকে দেশে ফিরেছেন লিটন।

Litton Das : কেকেআর তারকার জামাই আদর, কব্জি ডুবিয়ে ২৯ পদ খেলেন লিটন দাস
কেকেআর তারকার জামাই আদর, কব্জি ডুবিয়ে খেলেন লিটন দাসImage Credit source: Litton Das Instagram
Follow Us:
| Edited By: | Updated on: May 26, 2023 | 9:03 AM

ঢাকা : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এ কথা সকল বাঙালিই আওড়ান। এই উৎসবগুলির মধ্যে অন্যতম জামাইষষ্ঠী। বাংলার লৌকিক দেবদেবীর মধ্যে অন্যতম হলেন মা ষষ্ঠী। আর সারা বছর অনেক ষষ্ঠী তিথি পালিত হয়। তার মধ্যে অন্যতম হলো জামাইষষ্ঠী (Jamai Sasthi)। হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব জামাইষষ্ঠী। এই বিশেষ দিনে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে একাধিক খাবার খাওয়ান শাশুড়িরা। বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসও (Litton Das) এ বার জামাইষষ্ঠী পালন করলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা গিয়েছে লিটনের সামনে একাধিক পদ। তাঁর পোস্টে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেকেআর যদি আইপিএলের প্লে অফে উঠত, আর লিটন যদি আইপিএলের (IPL 2023) মাঝপথে হঠাৎ বাংলাদেশে না ফিরতেন, তা হলে এ বার তাঁর জামাইষষ্ঠী পালন করা হত না। দিনকয়েক আগেই ভারত থেকে দেশে ফিরেছেন লিটন। নাইটদের হয়ে আইপিএলের চলতি মরসুমে ১টি ম্যাচেই খেলেন তিনি। তারপর পারিবারিক কারণে দেশে ফেরেন লিটন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস তাঁর সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠী পালনের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামাইষষ্ঠী।’ এই ছবিতে দেখা গিয়েছে লিটনের সামনে ২৯টি পদ রয়েছে।

জামাইষষ্ঠী খেতে গিয়ে দারুণ জামই আদর পেয়েছেন লিটন। কেকেআরের সোশ্যাল মিডিয়াতেও লিটনের জামাইষষ্ঠী পালনের ছবি তুলে ধরা হয়েছে। নাইটদের টুইটারে লিটনের ছবির ক্যাপশনে লেখা হয়, ‘জামাইষষ্ঠী স্পেশাল।’ লিটনের শেয়ার করা ছবিতে দেখা যায়, তাঁর সামনে অনেক ধরনের খাবার রাখা। যেখানে মাছ-মাংস থেকে শুরু করে দই-মিষ্টি, লুচি-পায়েস, একাধিক ফলমূল রয়েছে। পাঞ্জাবি পরে জামাই আদর খেতে গিয়েছেন লিটন। শাশুড়ির সঙ্গে লিটন একটি বিরাট বড় মাছের মাথার প্লেট হাতে নিয়ে ছবিও শেয়ার করেছেন।