India vs Bangladesh: স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মোমিনুলের শতরান, দুশোর গণ্ডি পেরিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

Sep 30, 2024 | 12:09 PM

IND vs BAN, 2nd Test: নির্বিঘ্নে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হয়েছে। এর মধ্যে প্রথম সেশনে ভারতের প্রাপ্তি ৩ উইকেট। আর বাংলাদেশের প্রাপ্তি মোমিনুল হকের (Mominul Haque) সেঞ্চুরি।

India vs Bangladesh: স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মোমিনুলের শতরান, দুশোর গণ্ডি পেরিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
India vs Bangladesh: স্রোতের বিপরীতে দাঁড়িয়ে মোমিনুলের শতরান, দুশোর গণ্ডি পেরিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: কানপুর টেস্টের ২টো দিন পণ্ড হয়েছে। বৃষ্টির লুকোচুরির পালা শেষ। অবশেষে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ঝলমলে রোদের দেখা মিলেছে। নির্বিঘ্নে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হয়েছে। এর মধ্যে প্রথম সেশনে ভারতের প্রাপ্তি ৩ উইকেট। আর বাংলাদেশের প্রাপ্তি মোমিনুল হকের (Mominul Haque) সেঞ্চুরি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শতরান করেছেন মোমিনুল। তিনি প্রথম দিন থেকে থেকে অপরাজিত ছিলেন। তিনে নেমে আপাতত ১০২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন মোমিনুল। কানপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের পর বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২০৫।

চতুর্থ দিনের প্রথম সেশনে ৫ ওভার খেলা হওয়ার পরই মুশফিকুর রহিমের উইকেট তুলে নেন জসপ্রীত বুমরা। ৩২ বলে ১১ রানে ফেরেন রহিম। তাঁকে বোল্ড আউট করেন বুমরা। সেই শুরু, এরপর লিটন দাসের উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। দারুণ ক্যাচ নেন রোহিত। ১৩ রানে ফেরেন লিটন। এরপর ৫৬তম ওভারের শেষ বলে সাকিব আল হাসানের উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার ক্যাচ সিরাজের।

উল্টোদিকে একের পর এক উইকেট পড়লেও ক্রিজ কামড়ে পড়েছিলেন মোমিনুল। তাঁর উপহারও পেয়েছেন রবিবার ছিল মোমিনুলের জন্মদিন। নিজের জন্মদিনে হয়তো এই সেঞ্চুরিটা নিজেকেই উপহার দিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শীর্ষে মোমিনুল (১৩টি)। দ্বিতীয় স্থানে মুশফিকুর রহিম। তিনি ১১টি শতরান করেছেন।

১৭২ বলে শতরান মোমিনুল হকের। এই সেঞ্চুরি হাঁকানোর পথে ১৬টি চার ও ১টি ছয় মেরেছেন মোমিনুল। ১৭৬ বলে ১০২ রানে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেন তিনি। আর মোমিনুলের সঙ্গে মেহেদি হাসান মিরাজ ৬ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গিয়েছেন।

Next Article
Mayank Yadav: গতিই অস্ত্র, ‘রাজধানী এক্সপ্রেস’ মায়াঙ্ক যাদব বলছেন, আইপিএলের আগে আমি জানতামই না…
IND vs BAN: টেস্টে জাডেজার ৩০০, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিধ্বংসী হওয়ার পালা