Mahmudullah: ভারতের মাটিতে একে একে খসে যাচ্ছে তারা, সাকিবের পর অবসর মাহমুদুল্লাহর

Oct 08, 2024 | 6:06 PM

Mahmudullah Retirement: ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ২০০৭ সালে। তিনি এখনও অবধি দেশের হয়ে ৫০ টি টেস্টে, ২৩২ টি ওডিআইতে এবং ১৩৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তিনি।

Mahmudullah: ভারতের মাটিতে একে একে খসে যাচ্ছে তারা, সাকিবের পর অবসর মাহমুদুল্লাহর
Mahmudullah: ভারতের মাটিতে একে একে খসে যাচ্ছে তারা, সাকিবের পর অবসর মাহমুদুল্লাহর
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারত সফরে এসে কয়েক দিন আগে আন্তর্জাতিক টি-২০ (T20) ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বার তাঁর তালিকায় নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। আজ, মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের সিনিয়র তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ। গোয়ালিয়রে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে প্রথম টি-২০-তে খেলেছিলেন মাহমুদুল্লাহ (Mahmudullah)। এ বার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই ফর্ম্যাটকে বিদায় জানাবেন তিনি।

নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি কেরিয়ারের শেষ ম্যাচ মাহমুদুল্লাহ খেলবেন হায়দরাবাদে, শনিবার। বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটার নিজের টি-২০-তে অবসরের কথা জানাতে গিয়ে বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচ খেলে আমি আন্তর্জতিক টি-২০ ক্রিকেটকে অবসর জানাব। এটা পূর্বপরিকল্পিত ছিল। এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমি ওডিআইতে মনোনিবেশ করব।’

একইসঙ্গে বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ জানান, আসলে তিনি টি-২০ ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত ভারত সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলেন। নিজের পরিবার, কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছেন।

৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ২০০৭ সালে। তিনি এখনও অবধি দেশের হয়ে ৫০ টি টেস্টে, ২৩২ টি ওডিআইতে এবং ১৩৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তিনি। একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস দেখা গিয়েছে তাঁর ব্যাটে। বাংলাদেশের প্রাক্তন টি-২০ ক্যাপ্টেন টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন ২০২১ সালে। এ বার দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটকেও বিদায় জানালেন। নিজেই জানিয়েছেন, খেলা চালিয়ে যাবেন ওডিআইতে।

Next Article