কলকাতা: বাংলাদেশ ক্রিকেট টিমের ভারত সফরে আসার দিন ক্রমশ এগিয়ে আসছে। আর ছ’দিন পর ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) প্রথম টেস্ট। আজ, বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের ওই দলে চোটের কারণে বাদ পড়েছেন শরিফুল ইসলাম। পাক সফরে কুঁচকিতে চোট পেয়েছিলেন শরিফুল। তাঁকে তাই বাদ দিয়েছে বিসিবি। বাকি যে ১৫ জন ক্রিকেটার ভারত সফরে আসবেন, তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের কারিগর। শরিফুলের জায়গায় কাকে নিয়ে রোহিতদের বিরুদ্ধে লড়তে আসবেন নাজমুল হোসেন শান্তরা?
ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথম বার ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলি। তিনি বাংলাদেশের হয়ে এখনও অবধি ১৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। দেশের হয়ে ওডিআই ও টেস্টে তাঁর এখনও অভিষেক হয়নি। এ বার দেখার বিরাট-রোহিতদের বিরুদ্ধে তাঁর টেস্ট ডেবিউ হয় কিনা।
বাংলাদেশ টিম ১৫ সেপ্টেম্বর ভারত সফরে আসবে। নাজমুল হোসেনের টিম ভারত সফরে প্রথমে দুটি টেস্ট ও তারপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দুটো সিরিজ খেলবে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড – নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নঈম হাসান, খালেদ আহমেদ।