কলকাতা: টি-২০-তে ৩৪৯ রান! ভাবলেও অনেকের অবাক লাগতে পারে। এ বার অবশ্য এটাই হয়েছে সত্যি। আর তা করছে বরোদা (Baroda)। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) এই রেকর্ড গড়েছে হার্দিক পান্ডিয়ার টিম। ইন্দোরে সিকিমকে সামনে পেয়ে বিশ্বরেকর্ড গড়েছে বরোদা। টি-২০ ক্রিকেটে দলগত সর্বাধিক রানের রেকর্ড এটাই। বরোদার এই ইনিংসে ৩৭টি ছয় এসেছে। কোনও ইনিংসে সর্বাধিক ছয়ের রেকর্ড হয়েছে এই ম্যাচে।
টি-টোয়েন্টিতে হার্দিক-হীন বরোদার বিশ্বরেকর্ড
সিকিমের বিরুদ্ধে এই ম্যাচে খেলেননি ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাতে অবশ্য বিশ্বরেকর্ড গড়ে জয় পেতে কষ্ট হয়নি বরোদার। ইন্দোরে বরোদার ক্রিকেটাররা সিকিমের বোলারদের নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছেন। ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ভানু পানিয়া। তিনি মারেন ৫টি চার ও ১৫টি ছয়। ওপেনার অভিমন্যু সিং রাজপুত (৫৩), শিবালিক শর্মা (৫৫), বিষ্ণু সোলাঙ্কিরা (৫০) হাফসেঞ্চুরি করেন। ওপেনার শশাঙ্ক রাওয়াতের ব্যাটে এসেছে ৪৩ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৩৪৯ রান তোলে বরোদা।
🚨 HISTORY IN SYED MUSHTAQ ALI HISTORY 🚨
Baroda posted 349 for 5 from 20 overs against Sikkim, the highest team total in T20 History. 🤯 pic.twitter.com/ERTz247vWQ
— Johns. (@CricCrazyJohns) December 5, 2024
৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৮৬ রানে অলআউট সিকিম। ২টি করে উইকেট নেন নিনাদ রাথবা ও মহেশ পিথিয়া। ক্যাপ্টেন ক্রুণাল পান্ডিয়া, অতীত শেঠ ও অভিমন্যু সিং রাজপুত নেন ১টি করে উইকেট। সিকিমের হয়ে সর্বাধিক রান করেন রবিন মানকুমার লিম্বো (২০)। ২৬৩ রানের বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক-হীন বরোদা। টি-২০-তে জিম্বাবোয়ের ৩৪৪ রানের রেকর্ডকে টপকে গেল ক্রুণাল পান্ডিয়ার টিম। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বি-গ্রুপের শীর্ষে রয়েছে বরোদা। ৭ ম্যাচ খেলে ৬টিতে জয় ও ১টিতে হারের পর ২৪ পয়েন্ট রয়েছে ক্রুণাল পান্ডিয়াদের ঝুলিতে।