কলকাতা: গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভাবনাতেই রয়েছে গলদ! এ কথা জোর গলায় বলছেন পাকিস্তানের এক প্রাক্তনী। ভারতের মাটিতে দীর্ঘদিন টেস্টে অপরাজিত ছিল টিম ইন্ডিয়া। সে রেকর্ড এখন অতীত। নিউজিল্যান্ড ক্রিকেট টিম সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে। ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর, শ্রীলঙ্কার মাটিতে ওডিআই সিরিজ হেরেছিল টিম। এ বার দেশের মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ভারতীয় টিম। পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার মনে করছেন গৌতমের আইপিএলের কৌশল টেস্ট সিরিজে সমস্যা তৈরি করেছে। টেস্ট ক্রিকেটকে টি-২০ ভাবা বন্ধ করা দরকার। মত সেই প্রাক্তনীর।
গৌতমের আগে ভারতের হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় টিম তাঁর কোচিংয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছে। দেশের মাটিতে এ বার ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপের লজ্জার সময় পাক প্রাক্তনী বসিত আলি বলেছেন, ‘আজ ভারতীয় টিমের রাহুল দ্রাবিড়কে হয়তো মনে পড়বে। তিনি ৪ দিনের পরিকল্পনা করতেন। আর এখন তো দেখছি এদের পরিকল্পনা ২ দিনের বা আড়াই দিনের।’
গম্ভীর কেকেআরের মেন্টর ছিলেন ১৭তম আইপিএলে। সেই মরসুমে নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হয়। তারপরই গৌতমকে টিম ইন্ডিয়ার হেড কোচ করা হয়। বসিত মনে করছেন আইপিএল জিতে টেস্ট টিমের দায়িত্ব নেওয়ার ফলে গম্ভীরের মধ্যে টেস্ট ক্রিকেটকেও টি-২০ স্টাইলে খেলার একটা প্রবণতা রয়েছে। গৌতমের এই ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনকার কোচদের সাক্ষাৎকারে শোনা যায় টেস্ট ম্যাচে তাঁরা ড্র চায় না। এটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে আইপিএল জিতে এসেছো বলে টেস্ট ম্যাচও একই স্টাইলে খেলবে। টি-২০ অন্য ধরণের খেলা। তার মতো করে টেস্ট খেললে সত্যিই খেলাটা নষ্ট হয়ে যাবে।’
বসিতের মতে আত্মবিশ্বাস শূন্য নিয়েই অজি সফরে যাবে ভারতীয় টিম। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘মুম্বইয়ে স্পিনিং ট্র্যাক বানানো হল। সেখানে জোরে বোলারদের অবদান শূন্য। ব্যাটারদের আত্মবিশ্বাস শূন্য। এ বার ওরা বর্ডার গাভাসকর ট্রফি খেলতে যাবে। ওদের মধ্যে কতটা আত্মবিশ্বাস থাকবে? শূন্য।’