Impact Player Rule: ঘরোয়া টি ২০ তে আসছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, জেনে নিন বিস্তারিত…

BCCI: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি ২০ লিগে 'এক্স ফ্যাক্টর' প্লেয়ারের নিয়ম রয়েছে। একাদশের পাশাপাশি একজন এক্স ফ্যাক্টর প্লেয়ার রাখা যাবে।

Impact Player Rule: ঘরোয়া টি ২০ তে আসছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, জেনে নিন বিস্তারিত...
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2022 | 4:18 PM

মুম্বই : ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়ম আনার ভাবনায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ফুটবল, বাস্কেটবল, রাগবির মতো এ বার ক্রিকেটেও ইমপ্যাক্ট প্লেয়ারের ভাবনা। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি ২০ লিগে ‘এক্স ফ্যাক্টর’ প্লেয়ারের নিয়ম রয়েছে। একাদশের পাশাপাশি একজন এক্স ফ্যাক্টর প্লেয়ার রাখা যাবে। ইনিংসের মাঝপথে সেই প্লেয়ারকে নামানো যাবে। সে ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এবার ভারতীয় ক্রিকেটেও এমন নিয়ম পরীক্ষামূলকভাবে আসতে চলেছে। ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে এই নিয়ম চালু হবে। অক্টোবরে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি ২০। একাদশের বাইরের প্লেয়াররাও যাতে ম্যাচের সঙ্গে পুরোপুরি ভাবে জড়িয়ে থাকতে পারে, সেই ভাবনা থেকেই এই নিয়ম আনতে চলেছে। কীভাবে বাস্তবায়িত করা হবে এই নিয়ম, জেনে নিন বিস্তারিত…

ইম্প্যাক্ট প্লেয়ার কী?

১) প্রথম একাদশ বাছার পাশাপাশি ৪ জন সাবস্টিটিউটের তালিকাও টসের সময় জমা করতে হবে টিমগুলোকে

২) ৪ সাবস্টিটিউট প্লেয়ারের মধ্যে মাত্র ১ জনকেই ম্যাচে ব্যবহার করা যাবে

৩) ১৪তম ওভারের আগে ইম্প্যাক্ট প্লেয়ারকে মাঠে নামাতে হবে

৪) যাঁর বদলে ইম্প্যাক্ট প্লেয়ারকে নামানো হবে তাঁকে আর ম্যাচের বাকি সময়ে ব্যবহার করা যাবে না

কবে থেকে এই নিয়ম কার্যকর হবে?

বিসিসিআইয়ের ভাবনা, আগামী অক্টোবরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে এই নিয়ম নিয়ে আসার

কেন এই ভাবনা?

ক্রিকেটকে আরও আধুনিক করার জন্য এই নিয়ম আনা হচ্ছে। ফুটবল, রাগবি, বাস্কেটবল, বেসবলের মতো টুর্নামেন্টগুলোতে সাবস্টিটিউট বা পরিবর্ত প্লেয়ার ব্যবহার করা হয়। এই পরিবর্ত প্লেয়ারদের হাত ধরে খেলার রং অনেক সময় পাল্টে যায়

ইম্প্যাক্ট প্লেয়ারের উপযোগিতা কী?

ক্রিকেটে পরিবর্ত প্লেয়ার ব্যবহার করার সুযোগ এলে পুরো টিমকেই একটা ম্যাচের জন্য তৈরি থাকতে হবে। এখনকার নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের প্লেয়াররা শুধু ম্যাচ খেলতে পারেন। তখন অতিরিক্ত চার প্লেয়ারের মধ্যে থেকেও কাউকে কাউকে ব্যবহার করার সুযোগ থাকবে

ক্রিকেটে কি এই নিয়মের চল আছে?

বিগ ব্যাশ লিগে এই নিয়মের ব্যবহার আছে। যে নিয়মের নাম- এক্সফ্যাক্টর প্লেয়ার। প্রথম একাদশের বাইরে থাকা এক প্লেয়ারকে যে কোনও ম্যাচে টিমগুলো ব্য়বহার করতে পারে। ১০ ওভারের বিরতিতে এই পরিবর্তন করতে হয়।