Champions Trophy: মিনি বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়াকে ICC-র থেকে প্রায় তিনগুণ বেশি টাকা দিচ্ছে বিসিসিআই

BCCI Cash Prize for Team India: দিনদুয়েক পর শুরু হবে আইপিএল। তার আগে রোহিতদের জন্য টাকার বৃষ্টি। মিনি বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়াকে দিচ্ছে বিরাট প্রাইজ মানি।

Champions Trophy: মিনি বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়াকে ICC-র থেকে প্রায় তিনগুণ বেশি টাকা দিচ্ছে বিসিসিআই
মিনি বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়াকে ICC-র থেকে প্রায় তিনগুণ বেশি টাকা দিচ্ছে বিসিসিআই Image Credit source: PTI

Mar 20, 2025 | 3:44 PM

কলকাতা: ক্রিকেট মহলে এখন বেশি চর্চা চলছে আসন্ন আইপিএল নিয়ে। এর মাঝে লক্ষ্মীবারে বিসিসিআই রোহিত-বিরাটদের জন্য বড় খবর ঘোষণা করল। কয়েকদিন আগে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইসিসি ভারতীয় দলকে আর্থিক পুরস্কার হিসেবে দিয়েছিল ২০ কোটি টাকা। এ বার বোর্ডের পক্ষ থেকে তার থেকে প্রায় তিনগুণ বেশি টাকা দিচ্ছে বিসিসিআই।

বৃহস্পতিবার বোর্ডের এক বিবৃতিতে প্রেসিডেন্ট রজার বিনি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় টিমকে ৫৮ কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হবে। দলের সকল ক্রিকেটার, কোচিং স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে।

বোর্ডের ওই বিবৃতিতে সভাপতি রজার বিনি বলেছেন, “পর পর দুটো আইসিসি ট্রফি জেতা সত্যিকার অর্থেই বিশেষ। এটা আলাদাই এক কৃতিত্ব। বিশ্বমঞ্চে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের দায়বদ্ধতা এবং পরিশ্রমের কথা মাথায় রেখে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সকলে কঠোর পরিশ্রম করেছে। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি পুরস্কার। এর আগে আমরা অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জিতেছি।”

বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, “বোর্ড ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সম্মানিত করতে পেরে গর্বিত। বছরের পর বছর ওরা কঠোর পরিশ্রম করেছে। একের পর এক স্ট্র্যাটেজি ঠিক করে কাজে লাগানোর জন্যই বিশ্বক্রিকেটে শাসন করছে ওরা। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া প্রমাণ করেছে ভারত সাদা বলের ক্রিকেটে কেন সবচেয়ে আগে। দলের সকলের চেষ্টায় এটা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ভাবেই আমরা শাসন করে যাব।”