WPL 2023: নিলামের পরদিনই সূচি ঘোষণা, কবে শুরু মেয়েদের আইপিএল?
মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে গ্রুপ পর্বে মোট ২০টি ম্যাচ এবং ২টি প্লে অফের ম্যাচ খেলা হবে ২৩ দিনের মধ্যে।

মুম্বই: দামামা বেজে গিয়েছে মেয়েদের আইপিএলের (WPL 2023)। একদিন আগেই মুম্বইয়ে হয়ে গিয়েছে প্রথম উইমেন্স প্রিমিয়র লিগের মেগা অকশন। পাঁচটি দল নিলাম থেকে দল গুছিয়ে নিয়েছে। দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইউপি ওয়ারিয়র্স টিম জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা সেরা ক্রিকেট প্রতিভাদের নিয়ে দল গড়েছে। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, রেণুকা সিং, রিচা ঘোষ, এলিস পেরি, বেথ মুনিরা ঝড় তুলেছিলেন নিলাম টেবিলে। দর ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিন কোটির কাছাকাছি। নিলামের একদিন পরই ডব্লিউপিএলের সূচি (WPL Schedule) ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কবে শুরু হচ্ছে মেয়েদের আইপিএল? কতদিন ধরে চলবে টুর্নামেন্ট? কোথায় কোথায় খেলা হবে? বিস্তারিত তুলে ধরা হল TV9 Bangla–র এই প্রতিবেদনে।
মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে গ্রুপ পর্বে মোট ২০টি ম্যাচ এবং ২টি প্লে অফের ম্যাচ খেলা হবে ২৩ দিনের মধ্যে। টুর্নামেন্টের দুটি ভেনু। মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়াম। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৪ মার্চ থেকে। সে দিন ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলা হবে গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। ৫ মার্চ অর্থাৎ রবিবার রয়েছে প্রথম ডাবল হেডার। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথম ম্যাচ ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। সময় দুপুর ৩.৩০ থেকে। দ্বিতীয় ম্যাচ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্স এবং গুজরাট জায়ান্টসের মধ্যে। ম্যাচ শুরু ৭.৩০টায়। মোট চারটি ডাবল হেডার খেলা হবে।

WPL-এর পূর্ণ সূচি
ডিওয়াই পাটিল এবং ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি করে ম্যাচ খেলার হবে। লিগ পর্বের শেষ ম্যাচ রয়েছে ইউপি ওয়ারিয়র্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হবে ২১ মার্চ। ভেনু ব্র্যাবোর্ন স্টেডিয়াম। ২৪ মার্চ এলিমিনেটর ম্যাচ খেলা হবে। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনাল ম্যাচ খেলা হবে ২৬ মার্চ। সেদিন ব্র্যবোর্ন স্টেডিয়ামে পাঁচটি দলের মধ্যে কোনও একটি টিম প্রথম উইমেন্স প্রিমিয়র লিগ জিতে ইতিহাসে পা রাখবে।