BCCI on RCB: বোর্ডের ডেডলাইন, আরসিবির সেলিব্রেশন নিয়ে কমিটি গড়ল বিসিসিআই

IPL 2025 Champion RCB: চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশন হবে এটুকুই জানানো হয়েছিল। আরসিবি টিম বাস চিন্নাস্বামীতে ঢোকার সময় চূড়ান্ত হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। প্রচুর সমর্থক আহত হন। এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, এর জন্য বিশেষ কমিটি গড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড।

BCCI on RCB: বোর্ডের ডেডলাইন, আরসিবির সেলিব্রেশন নিয়ে কমিটি গড়ল বিসিসিআই
Image Credit source: PTI FILE

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 14, 2025 | 10:49 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই স্বস্তি চূড়ান্ত অস্বস্তিতে বদলে গিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যেই। গত ৩ জুন আইপিএল ফাইনাল হয়। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। পরদিন বেঙ্গালুরুতে ফেরে টিম। আরসিবির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানানো হয় বিজয় মিছিলের কথা। যদিও পুলিশের তরফে এ বিষয়ে জানানো হয়নি। চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশন হবে এটুকুই জানানো হয়েছিল। আরসিবি টিম বাস চিন্নাস্বামীতে ঢোকার সময় চূড়ান্ত হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। প্রচুর সমর্থক আহত হন। এই ঘটনার পুনরাবৃত্তি না হয়, এর জন্য বিশেষ কমিটি গড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বেঙ্গালুরুর সেই দুর্ঘটনার পরই অনেক কিছু হয়েছে। পুলিশ-প্রশাসনে নানা বদল। কর্নাটক সরকার, ক্রিকেট সংস্থা এবং আরসিবির তরফে ক্ষতিপূরণ। কিন্তু এই ক্ষতি যে কোনওভাবেই পূরণ হওয়ার নয়, বলার অপেক্ষা রাখে না। অতীতেও অনেক টিম আইপিএল জিতেছে, সেলিব্রেশনও হয়েছে। গত বছর ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বইতে বিজয় মিছিল এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেলিব্রেশনও হয়েছিল। তবে এমন পরিস্থিতির সামনে পড়তে হয়নি। ভবিষ্যতেও যাতে না হয় সে কারণেই উদ্যোগ।

আইপিএল জয়ের সেলিব্রেশন নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ দিন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে তিন সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সইকিয়া এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া। কমিটির চেয়ারম্যান দেবজিৎ সইকিয়া। ১৫ দিনের মধ্যেই নতুন নির্দেশিকা তৈরি করবে এই কমিটি। এমনটাই জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। পাশাপাশি এ দিনের মিটিংয়ে ঘরোয়া ক্রিকেট নিয়েও নানা আলোচনা হয়েছে।