AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL New Rule: রাতের ম্যাচে বাড়তি সুবিধা বোলারদের? ‘বল বদল’-এ নতুন নিয়ম IPLএ!

IPL 2025: পঁচিশের আইপিএলের বোধন হওয়ার আগে বেশ কয়েকটি নতুন নিয়ম আনল বিসিসিআই (BCCI)। এ বার থেকে আইপিএলে দ্বিতীয় বলের ব্যবহার চালু হতে চলেছে। কী সেই নিয়ম?

IPL New Rule: রাতের ম্যাচে বাড়তি সুবিধা বোলারদের? 'বল বদল'-এ নতুন নিয়ম IPLএ!
আইপিএলে রাতের ম্যাচে বোলারদের বাড়তি সুবিধা! 'বল বদল'-এ নতুন নিয়ম আনল বোর্ডImage Credit: BCCI
| Updated on: Mar 20, 2025 | 8:31 PM
Share

কলকাতা: পঁচিশের আইপিএলের (IPL) বোধন হওয়ার আগে বেশ কয়েকটি নতুন নিয়ম আনল বিসিসিআই (BCCI)। এ বার থেকে আইপিএলে দ্বিতীয় বলের ব্যবহার চালু হতে চলেছে। রাতের ম্যাচে শিশিরের প্রভাবের কথা মাথায় রেখেই বোর্ড এই দ্বিতীয় বল নিয়ম চালু করছে। বিষয়টা ঠিক কী? জেনে নেওয়া যাক বিস্তারিত।

আসলে আইপিএলে রাতের দিকের ম্যাচে যে টিম দ্বিতীয় ইনিংসে বল করে, সেই দলের বোলাররা শিশিরের জন্য অসুবিধায় পড়েন। এ বার দুটো টিমকেই সমান সুবিধা দেওয়ার কথা ভাবছে বোর্ড। তাই যে টিম রাতের দিকের ম্যাচে বল করবে, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে, তারা নতুন বল ব্যবহার করার সুযোগ পাবে। যদিও সেক্ষেত্রে থাকছে এক নিয়ম। জানা গিয়েছে যে, দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর আম্পায়ারের বল পরীক্ষা করবেন। যদি অত্যধিক শিশিরের প্রভাব থাকে, তা হলে সেই সময় বোলিং করা দল নতুন বল ব্যবহার করার অনুমতি পাবে।

বোর্ডের এক কর্তা বলেছেন, “এটা কোনও নিয়ম পরিবর্তন নয়। এটা শুধু এই বছরের জন্য দল এবং আম্পায়ারদের মধ্যে একটি বোঝাপড়ার ফসল। পরিবর্ত হিসেবে যে বল দেওয়া হবে, সেটি সেমি নিউ বল (পুরনো বা ব্যবহৃত) হবে।” উল্লেখ্য দুপুরের ম্যাচের ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে এই দ্বিতীয় বলের ব্যবহারের নিয়ম কার্যকর হবে না।

প্রসঙ্গত, এ বারের আইপিএলে উঠে যাচ্ছে একটি নিয়ম। যা বোলারদের জন্য কার্যকরী। আগে বলে থুতু লাগানোর নিয়মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ বারের আইপিএলের আগে ক্যাপ্টেন্স মিটে বেশিরভাগ অধিনায়ক বলে থুতু ব্যবহারে সায় দিয়েছেন। তাই বিসিসিআই সেই নিষেধাজ্ঞা সরিয়ে নিল। পাশাপাশি আইপিএলে বহাল থাকছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম।