AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI News: খরচে রাশ টানছে ভারতীয় ক্রিকেট বোর্ড, দৈনিক ভাতায় কোপ!

India Vs England Test Series: এককালীন যে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হত, তা আর দেওয়া হবে। ট্র্যাভেল অ্যালাউন্স হিসেবে দৈনিক ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আইপিএলের উইন্ডো কার্যত ২ মাসের বেশি হয়ে থাকে। আইসিসি ইভেন্টও অন্তত মাসখানেকের হয়।

BCCI News: খরচে রাশ টানছে ভারতীয় ক্রিকেট বোর্ড, দৈনিক ভাতায় কোপ!
Image Credit: Aniruddha Chowhdury/Mint via Getty Images
| Updated on: Jun 17, 2025 | 5:12 PM
Share

ভারতীয় ক্রিকেট বোর্ড কি খরচে রাশ টানার পথে? পরিস্থিতি যেন তাই বলছে। বোর্ডের কিছু সিদ্ধান্তেই তা পরিষ্কার। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর এমনই। ভারতীয় বোর্ডের সমস্ত বিভাগের কর্মীদের ভাতায় কোপ পড়ছে। ঘরোয়া ক্রিকেটে ট্র্যাভেল অ্যালাউন্স থেকে নানা বিষয়ে খরচ কমাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা।

বর্তমানে যে নিয়ম রয়েছে, সেই অনুযায়ী বোর্ডের কর্মীরা শর্ট টার্ম ট্র্যাভেল (অন্তত চার দিন)-এর জন্য দৈনিক ১৫ হাজার টাকা করে পেয়ে থাকেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, উইমেন্স প্রিমিয়ার লিগ, আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রেও এই ট্র্যাভেল অ্যালাউন্স। দীর্ঘমেয়াদী সফর হলে দৈনিক ১০ হাজার দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও সফরের সময় এককালীন সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হয়। এই ভাতায় পরিবর্তন আনা হচ্ছে।

পরিবর্তিত হিসেব অনুযায়ী, এককালীন যে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হত, তা আর দেওয়া হবে। ট্র্যাভেল অ্যালাউন্স হিসেবে দৈনিক ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আইপিএলের উইন্ডো কার্যত ২ মাসের বেশি হয়ে থাকে। আইসিসি ইভেন্টও অন্তত মাসখানেকের হয়। বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ট্যাক্স কাটার পর আদতে এই অর্থ দাঁড়াবে সাড়ে ৬ হাজার টাকা। অনেক ডিপার্টমেন্টেই কর্মীদের এই ভাতা বকেয়া রয়েছে। দ্রুতই তা মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এই হিসেব আরও একটু পরিষ্কার করে বললে, ধরা যাক বোর্ডের কোনও কর্মী আইপিএলের জন্য বিভিন্ন জায়গায় প্রায় ৭০ দিন সফরে থাকছেন। দৈনিক ১০ হাজারের হিসেবে মোট ৭ লক্ষ টাকা পাওয়ার কথা। অনেকেই থাকেন, যাঁদের সীমিত কয়েক দিনের জন্যই সফর করতে হয়। সেক্ষেত্রে ৭০ দিনের এই ট্র্যাভেল অ্যালাউন্সের সর্বাধিক ৬০ শতাংশ দেওয়া হবে।

বিদেশ সফরের ক্ষেত্রে কর্মীরা দৈনিক ৩০০ ডলার পেয়ে থাকে। অন্য দিকে, বোর্ডের সভাপতি, সচিবের মতো পদস্থ কর্তারা বিদেশ সফরে দৈনিক হাজার ডলার পেয়ে থাকেন। পাশাপাশি দেশে মিটিং থাকলে একদিনের জন্য ৪০ হাজার এবং ঘরোয়া ক্রিকেটে কোনও কাজে সফরের জন্য দৈনিক ৩০ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন।