Team India: ভারতীয় টিমে গম্ভীরের সাপোর্ট স্টাফদের উপর কোপ! একদিন পর বোর্ডের বড় সিদ্ধান্ত

Mar 27, 2025 | 12:44 PM

কয়েকদিন আগে ভারতের মহিলা ক্রিকেট টিমের জন্য বোর্ড কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে। এ বার দেখার ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা বোর্ড কবে প্রকাশ করে।

Team India: ভারতীয় টিমে গম্ভীরের সাপোর্ট স্টাফদের উপর কোপ! একদিন পর বোর্ডের বড় সিদ্ধান্ত
ভারতীয় টিমে গম্ভীরের সাপোর্ট স্টাফদের উপর কোপ! একদিন পর বোর্ডের বড় সিদ্ধান্ত
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: ভারতের মাটিতে একদিকে চলছে আইপিএল (IPL)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মাঝে হঠাৎ করে ভারতীয় টিম নিয়ে বড় খবর প্রকাশ্যে। আইপিএল শুরু হওয়ার আগে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। আপাতত তা হয়নি। কয়েকদিন আগে ভারতের মহিলা ক্রিকেট টিমের জন্য বোর্ড কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে। এ বার দেখার ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা বোর্ড কবে প্রকাশ করে। এরই মাঝে জানা গিয়েছে, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সাপোর্ট স্টাফদের উপর কোপ পড়তে চলেছে।

দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সইকিয়া ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে বৈঠক করবেন। আগেই বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু গম্ভীর ব্যক্তিগত কারণে আলোচনার জন্য উপস্থিত ছিলেন না। এ বার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

ইংল্যান্ডের সফরের আগে ভারতীয় টিমের সাপোর্ট স্টাফদের উপর কোপ পড়তে পারে। বর্তমানে ভারতের সাপোর্ট স্টাফের তালিকা বেশ লম্বা। সেখানে রয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, ফিল্ডিং কোচ টি দিলীপ। এখানেই তালিকা শেষ নয়। দলের প্লেয়ারদের অনুশীলনে সাহায্য করার জন্য রয়েছেন রাঘবেন্দ্র, দয়ানন্দ ঘরানি, ফিজিয়োথেরাপিস্ট কমলেশ জৈন, ম্যাসিউর অরুণ কানাডে, চেতন কুমার ও রাজীব কুমার। এ বার দেখার গম্ভীরের সাপোর্ট স্টাফের টিমে কী বদল দেখা যায়।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে ক্রিকেটারদের স্থান বদলের সম্ভবনা

এতদিন এ-প্লাস ক্যাটেগরিতেই ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজারা। বোর্ডের নিয়ম, তিন ফর্ম্যাটে যাঁরা ভালো খেলবেন, তাঁরাই জায়গা পাবেন এ-প্লাস ক্যাটেগরিতে। বিরাট, রোহিত, জাডেজার কি এবার অবনমন হতে পারে? টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন তিনজন। ওয়ান ডে আর টেস্টেই খেলেন। যা শোনা যাচ্ছে, জসপ্রীত বুমরা ছাড়া বাকি তিন তারকা এ ক্যাটেগরিতে নেমে যেতে পারেন। উঠে আসতে পারেন শুভমন গিল।