IPL 2025 Closing Ceremony: আইপিএল ফাইনালে সেনাকে বিশেষ সম্মান; পরিকল্পনা জানাল বোর্ড

Indian Premier League-Operation Sindoor: সেনার উপর গর্বিত দেশের সকলেই। আইপিএল পুনরায় শুরুর পর সেনাকে সম্মান জানাতে বেশ কিছু ম্যাচে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেনাকে সম্মান জানানো হয়। জায়ান্ট স্ক্রিনেও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেওয়া হয়। এ বার আইপিএল ফাইনালের জন্য বিশেষ পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

IPL 2025 Closing Ceremony: আইপিএল ফাইনালে সেনাকে বিশেষ সম্মান; পরিকল্পনা জানাল বোর্ড
Image Credit source: BCCI/X

May 27, 2025 | 4:39 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ৩ জুন। পুরনো সূচি অনুযায়ী ২৫ মে হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল। যদিও মাঝে কিছুদিন স্থগিত রাখা হয়েছিল টুর্নামেন্ট। পহেলগাঁওয়ে জঙ্গিরা হত্যা করেছিল নিরীহ পর্যটকদের। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এর দায় নিয়েছিল। ক্ষোভের আগুনে জ্বলছিল পুরো দেশ। অবশেষে অপারেশন সিঁদুরের মাধ্যমে এর যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কারণে বেশ কিছু বিমানবন্দরে পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। স্থগিত রাখা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও। এরপর ভেনু সীমিত করে টুর্নামেন্ট শুরু হয়। সেনার উপর গর্বিত দেশের সকলেই। আইপিএল পুনরায় শুরুর পর সেনাকে সম্মান জানাতে বেশ কিছু ম্যাচে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেনাকে সম্মান জানানো হয়। জায়ান্ট স্ক্রিনেও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেওয়া হয়। এ বার আইপিএল ফাইনালের জন্য বিশেষ পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের।

আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। যদিও পরবর্তীতে সূচির পাশাপাশি ভেনুও বদল হয়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ হবে। ফাইনালের পর হবে সমাপ্তি অনুষ্ঠানও। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে দেশবাসীকে আরও ভালো করে জানাতে এবং সাহসী সেনাকে সম্মান জানাতে ৪৫ মিনিটের সমাপ্তি অনুষ্ঠান হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য। দেশকে সুরক্ষা দেওয়া। স্বার্থহীন ভাবে সাহসর সঙ্গে দেশের কাজ করে যাওয়া। ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাতে সমাপ্তি অনুষ্ঠান তাঁদের উৎসর্গ করা হবে। ভারতের বড় আবেগ ক্রিকেট। এই একটা খেলা দেশকে সঙ্ঘবদ্ধ করে রাখে। আমরা সেনার জন্য গর্বিত। আমাদের সুরক্ষার জন্য সবসময় রয়েছে। তাদের প্রতি কোনও কৃতজ্ঞতাই যথেষ্ঠ নয়।’

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে সমাপ্তি অনুষ্ঠানে আর কী পরিকল্পনা থাকছে? বোর্ড সচিব আরও বলেন, ‘সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতীয় সেনার তিন সিনিয়র কর্তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি ফাইনালের জন্য স্টেডিয়ামের বেশ কিছু স্ট্যান্ড শুধুমাত্র সেনাকর্মীদের জন্য সংরক্ষিত রাখা হবে। সমাপ্তি অনুষ্ঠানে দেশাত্মবোধক গানও হবে। অনুষ্ঠানটি শুধুমাত্র সেনার জন্যই হবে।’