AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eden Gardens: পিচ-বিতর্কের জের? ইডেনে রাহানেদের ম্যাচে নো-এন্ট্রি হর্ষ-সাইমনের!

সিএবি চাইছে চলতি আইপিএলে ইডেন গার্ডন্সে (Eden Gardens) আইপিএলের যে ম্যাচগুলি বাকি রয়েছে, তাতে যেন ধারাভাষ্য না দেন হর্ষ ভোগলে ও সাইমন ডুল। কিন্তু কেন?

Eden Gardens: পিচ-বিতর্কের জের? ইডেনে রাহানেদের ম্যাচে নো-এন্ট্রি হর্ষ-সাইমনের!
পিচ-বিতর্কের জের? ইডেনে রাহানেদের ম্যাচে নো-এন্ট্রি হর্ষ-সাইমনের!Image Credit: X
| Updated on: Apr 21, 2025 | 2:25 PM
Share

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে সোম-রাতে আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। সিএবি চাইছে এই ম্যাচে এবং চলতি আইপিএলে ইডেন গার্ডন্সে (Eden Gardens) যে ম্যাচগুলি বাকি রয়েছে, তাতে যেন ধারাভাষ্য না দেন হর্ষ ভোগলে ও সাইমন ডুল। এই প্রসঙ্গে সদুত্তর পেতে বোর্ডকে চিঠি পাঠিয়েছে সিএবি (CAB)। বাইশ গজে এমনটা আগে হয়তো কখনও দেখা যায়নি।

RevSportz এর রিপোর্ট অনুযায়ী, ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে বিতর্কের কারণেই সিএবি এমন আবেদন করেছে। আসলে এর আগে বারবার আইপিএলে ইডেনের পিচ নিয় চর্চা হয়েছে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে পিচ নিয়ে টালবাহানা চলছিল, সেই প্রসঙ্গ উল্লেখ করে হর্ষ ভোগলে ও সাইমন ডুল প্রায় একইরকম সুরে জানিয়েছিলেন, কেকেআরের পছন্দমতো পিচ ইডেনে না হলে, নাইটদের হোম গ্রাউন্ড বদলে ফেলা দরকার। তাঁদের এই বক্তব্য মোটেও ভালোভাবে নেয়বি সিএবি, তাই কড়া পদক্ষেপ নিতে চাইছে।

ক্রিকবাজের এক চ্যাটে সাইমন ডুল বলেছিলেন, ‘যদি হোম টিমের কথা কিউরেটর না শোনেন… হোম টিম তো আইপিএলের জন্য স্টেডিয়ামের ভাড়া দিচ্ছে, অন্যান্য খরচ বহন করছে, তারপরেও কিউরেটর যদি হোম টিমের কথা না শোনেন, তা হলে আমার মতে ফ্র্যাঞ্চাইজির উচিত অন্য কোথাও ভেনু সরিয়ে দেওয়া। ম্যাচ সম্পর্কে মন্তব্য করাটা তাঁর কাজ নয়। এর জন্য তিনি বেতন পান না।’

সাইমন ডুলের মতোই বার্তা দিয়েছিলেন হর্ষ ভোগলেও। তিনি বলেছিলেন, ‘ঘরের মাঠে খেলা হলে, হোম টিম ঠিক যেমন চাইছে, উইকেট তেমনই দেওয়া উচিত। হোম টিমের বোলাররা যে উইকেটে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিউরেটরের তেমন উইকেটই তৈরি করে দেওয়া দরকার। আমি দেখেছি কেকেআরের কিউরেটর কী বলেছেন।’

এ বার দেখার হঠাৎ করে বোর্ডের কাছে সিএবির এই আবেদনের পর কী ব্যবস্থা নেওয়া হয়। সত্যিই কি ইডেনে এ বারের আইপিএলে আর ধারাভাষ্য দিতে দেখা যাবে না সাইমন ডুল, হর্ষ ভোগলেকে? সকলের রইল উত্তর মেলার অপেক্ষা।