AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy: মাত্র ৮৮ রানে শেষ বাংলার ইনিংস

শাহবাজ আহমেদ ২০, ঋত্বিক চট্টোপাধ্যায় ৯ রানে আউট। আকাশদীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলরা কোনও রানই পাননি। বরোদার অতীত শেঠ একাই নিলেন ৫ উইকেট। মেরিওয়ালা নেন ৩ উইকেট। বঙ্গ ক্রিকেটারদের ব্যাটিং বিপর্যয় রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। বরোদার ক্রুণাল পান্ডিয়া ছাড়া সে রকম কোনও তারকা ক্রিকেটার নেই।

Ranji Trophy: মাত্র ৮৮ রানে শেষ বাংলার ইনিংস
বাংলা ক্রিকেট দল। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 2:14 PM
Share

কটক: বাংলা ক্রিকেট (Bengal Cricket Team) আর ব্যর্থতার ধারা- দুটোই যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বরোদার বিরুদ্ধে মাত্র ৮৮ রানে শেষ বাংলার প্রথম ইনিংস। ঈশান পোড়েল, মুকেশ কুমারদের আগুনে পেসে যে বরোদা ১৮১ রানে শেষ হয়ে যায়, তাঁদের বিরুদ্ধেই কিনা ৮৮ রানে গুটিয়ে গেল বাংলার ইনিংস। গত ২১-১ অবস্থায় আজ ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি আর সুদীপ চট্টোপাধ্যায়। সকাল থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় আউট ১১ রানে। অনুষ্টুপ মজুমদার আর মনোজ তিওয়ারি (Manoj Tiwari) দু’জনেই শূন্য রানে আউট হন। অভিষেক পোড়েল আর সুদীপ ঘরামি কিছুটা লড়াই চালানোর চেষ্টা করলেও বেশিদূর এগোতে পারেননি। ব্যক্তিগত ২১ রানে আউট ওপেনার সুদীপ ঘরামি। রঞ্জি অভিষেক হওয়া অভিষেক পোড়েলও ফিরলেন ২১ রানে।

শাহবাজ আহমেদ ২০, ঋত্বিক চট্টোপাধ্যায় ৯ রানে আউট। আকাশদীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলরা কোনও রানই পাননি। বরোদার অতীত শেঠ একাই নিলেন ৫ উইকেট। মেরিওয়ালা নেন ৩ উইকেট। বঙ্গ ক্রিকেটারদের ব্যাটিং বিপর্যয় রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে। বরোদার ক্রুণাল পান্ডিয়া ছাড়া সে রকম কোনও তারকা ক্রিকেটার নেই। তাও এ রকম দলের বিরুদ্ধে যে রকম পারফরম্যান্স করলেন অভিমন্যু, অনুষ্টুপরা তাতে প্রশ্ন উঠতে বাধ্য। রাজ্যের ক্রীড়াপ্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও ফিরলেন শূন্য রানে। অভিজ্ঞ মনোজ দলের বিপদে দাঁড়াতেই পারলেন না।

এ বারে রঞ্জির ফরম্যাটে বদল এসেছে। অপেক্ষাকৃত সহজ গ্রুপেই আছে বাংলা দল। সেখানে বরোদা ছাড়া হায়দরাবাদ আর চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলবেন সুদীপরা। বাংলা ৮৮ রানে অলআউট হয়ে যাওয়ায় বরোদা প্রথম ইনিংসেই এগিয়ে ৯৩ রানে। দ্বিতীয় ইনিংসে সাবধানী ব্যাটিংও করছে বরোদা। আজ খেলার দ্বিতীয় দিন। যদি আড়াইশো থেকে তিনশো রানের টার্গেট বাংলার সামনে ছুড়ে দেয় বরোদা, তাহলে বাংলার পক্ষে পয়েন্ট তোলা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন:Ranji Trophy: রঞ্জি অভিষেকেই যুব বিশ্বকাপজয়ী যশ ধুলের সেঞ্চুরি