Anil Kumble: বাসে চড়ে বাড়ি ফিরলেন অনিল কুম্বলে, কোথায় গেল তাঁর ব্যক্তিগত গাড়ি?
Bengaluru Bandh: আজ, ১১ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে দিনভর পরিবহণ ধর্মঘট। সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির মুখে বেঙ্গালুরুবাসীরা। আর দিনভরের এই বনধে একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য, বেঙ্গালুরুবাসীদের ভোগান্তির কথা ভেবে রাজ্য সরকারের পরিবহণ সংস্থা বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সফোর্ট কর্পোরেশন (BMTC) শহরের যাত্রীদের জন্য অতিরিক্ত বাস চালাচ্ছে।
বেঙ্গালুরু: ক্রিকেটার, রুপোলি পর্দার তারকারা খুব একটা গণপরিবহনে যাতায়াত করতে পারেন না। কারণ সাধারণ মানুষরা ঘিরে ধরেন তাঁদের। বেশিরভাগ তারকারা তাই ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলের (Anil Kumble) এক ছবি ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, বাসে (Bus) সফর করছেন ভারতীয় ক্রিকেটের জাম্বো। তাঁর ওই ছবি থেকে জানা গিয়েছে, বেঙ্গালুরু বিমানবন্দর থেকে বাসে করে তিনি বাড়ি ফিরেছেন। কিন্তু হঠাৎ নিজের গাড়ি ছেড়ে কেন বাসে সফর করলেন কুম্বলে? তাঁর ব্যক্তিগত গাড়িই বা কোথায় গেল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির মুখে বেঙ্গালুরুবাসীরা। আজ, ১১ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে দিনভর পরিবহণ ধর্মঘট। আর দিনভরের এই বনধে একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। যাত্রীদের হয়রানি হচ্ছে ঠিকই, কিন্তু এরপরও অনিল কুম্বলে এই বনধ মেনে নিয়েছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ অনিল কুম্বলে এক বাসের ভেতর থেকে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার জন্য BMTC-র ট্রিপ বেছে নিয়েছি।’ আশেপাশে বেশ কয়েকজন থাকলেও কুম্বলের খুব কাছে কাউকেই অবশ্য দেখা যায়নি।
BMTC trip back home today from the airport. pic.twitter.com/jUTfHk1HrE
— Anil Kumble (@anilkumble1074) September 11, 2023
কুম্বলের এই বাস ভ্রমনের ছবিতে কমেন্ট করে একজন লিখেছেন, ‘মাটির মানুষ কুম্বলে স্যার’
So simple and down to earth Kumble Sir ❤️
— Abhishek Ojha (@vicharabhio) September 11, 2023
অপর একজনের কমেন্ট, ‘আশেপাশে সেলফি তুলতে কেউ আসেনি?’
How no one around for a selfie?
— Akshay Shah – Founder CEO, iWebTechno | GenZDealZ (@AkshayiWeb) September 11, 2023
আজ, সোমবার বেঙ্গালুরুতে বনধের ডাক দিয়েছে কর্নাটক স্টেট প্রাইভেট ট্রান্সপোর্ট অ্য়াসোসিয়েশন ফেডারেশন। তাই শহর জুড়ে সমস্ত যানচলাচল বন্ধ। এই বনধে সামিল হয়েছে প্রায় পাঁচ হাজার প্রাইভেট স্কুল গাড়িও। অবশ্য, বেঙ্গালুরুবাসীদের ভোগান্তির কথা ভেবে রাজ্য সরকারের পরিবহণ সংস্থা বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সফোর্ট কর্পোরেশন (BMTC) শহরের যাত্রীদের জন্য অতিরিক্ত বাস চালাচ্ছে।
ফেডারেশন অফ কর্ণাটক স্টেট প্রাইভেট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি পূরণের দাবিতে ৩৬টি বেসরকারী পরিবহন ইউনিয়নের সমর্থনে, রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।