
ছেলেবেলার প্রেম যায় না ভোলা… অনেকেই এ কথা বলেন। সেই ছোট্টবেলার প্রেম আজীবন অনেকের মনে থেকে যায়। জীবনে যতই প্রেম ঘুরে ফিরে আসুক না কেন, ছেলেবেলার প্রথম প্রেমের কথা ভোলা সহজ নয়। আর ছেলেবেলার প্রেম পরিণতি পেলে? সেই খুশির যেন বিকল্প হয় না। ২২ গজে যতই প্রতিপক্ষকে নাকানিচোবানি খাওয়ান না কেন, এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা প্রেমের পিচে বোল্ড আউট! আজ আপনাদের শোনাই ভারতীয় ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের লাভস্টোরি।
ভুবির সুইং সামাল দিতে দিশেহারা হন বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের। আর সেখানে ভুবনেশ্বর কুমার প্রেমের ক্লাসে শুরুতে খেয়েছিলেন হোঁচট। বন্ধুত্ব দিয়ে শুরু, তারপর প্রেম, তারপর বিয়ে। ভুবনেশ্বর জানান, তাঁর ও নুপূরের লাভস্টোরি স্পেশাল। তিনি বলেন, ‘আমরা মিরাটে থাকতাম। ওরা (নুপূরের পরিবার) দেরাদুনে থাকত। সেই সময় আমার যিনি শ্বশুরমশাই, তাঁর মিরাটে ট্রান্সফার হয়েছিল। তখন ওর বাড়ির লোকজন ভাড়া নেবে বলে ঘর খুঁজছিল। কাকতালীয় হোক বা যাই হোক না কেন, তাঁরা আমাদের বাড়িতে এসেছিলেন। তাঁরা যেমন বাড়ি চাইছিলেন, সেটা আমাদের বাড়িতে ছিল। এরপর নুপূরের বাড়ির লোকজন সেখানে শিফ্ট করে। সেখানে থেকে এরপর নিজেদের বাড়িও বানান। সেই বাড়িটার দূরত্ব আমার বাড়ি থেকে ২ মিনিটের হাঁটা পথ। সেখানে থাকতে শুরু করে। ধীরে ধীরে আমরা বন্ধু হই। সেখান থেকেই আমাদের গল্প শুরু হয়।’
যখন ভুনি ও নুপূরের প্রথম দেখা হয়, সেই সময় নুপূরের বয়স ছিল ১১ বছর। আর ভুবনেশ্বরের ১৩। নুপূরের কথায়, ‘ওই সময় যখনই দেখতাম, ও বোলিং করত। বাড়িতে বোলিং করত, বাইরেও বোলিং করত।’ শুরুর দিকে ভুবির প্রেম প্রস্তাব সহজে মেনে নেননি নুপূর। ভুবিকে দিতে হয়েছিল পরীক্ষা। প্রেমের পরীক্ষা। তিন বার নুপূরকে প্রেম নিবেদন করেছিলেন। শেষ মেশ মন গলে নুপূরের। শুরুর দিকে কয়েক বছর পরিবারের থেকে লুকিয়ে দু’জন প্রেম করতেন। পরে বাড়িতে নিজেদের সম্পর্কের কথা জানান। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভুবি। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভুবনেশ্বর ও নুপূর। ২০২১ সালে তাঁদের কোল আলো করে আসে এক কন্যাসন্তান। আপাতত সুখে সংসার করছেন এই দম্পতি।
বর্তমানে ভুবনেশ্বর কুমারকে ১৮তম আইপিএলে অ্যাকশনে দেখা যাচ্ছে আরসিবি জার্সিতে। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে ১০ কোটি টাকা দিয়ে ভুবনেশ্বরকে কেনে আরসিবি। এ বারের আইপিএলে বিরাট কোহলির দলে ভুবি ৫ ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬ উইকেট।