Mitchell Starc: জিতেও স্বস্তিতে নেই নাইট শিবির, মিচেল স্টার্কের চোট চিন্তা বাড়াচ্ছে গম্ভীরের

Apr 22, 2024 | 5:43 PM

KKR, IPL 2024: ২৪.৭৫ কোটির বোলার মিচেল স্টার্ক। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। তাঁকে ঘিরে কেকেআরের অনুরাগীদের প্রত্যাশা হওয়াটা স্বাভাবিক। আর তাই তো যখন স্টার্ক আশানুরূপ পারফর্ম করতে পারেন না, তীব্র সমালোচনার শিকার হন। অবশ্য, কেকেআর শিবির মিচেল স্টার্ককে বিনিয়োগ হিসেবে দেখছে না।

Mitchell Starc: জিতেও স্বস্তিতে নেই নাইট শিবির, মিচেল স্টার্কের চোট চিন্তা বাড়াচ্ছে গম্ভীরের
Mitchell Starc: জিতেও স্বস্তিতে নেই নাইট শিবির, মিচেল স্টার্কের চোট চিন্তা বাড়াচ্ছে গম্ভীরের
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: নাইট শিবিরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন কি মিচেল স্টার্ক (Mitchell Starc)? আরসিবির বিরুদ্ধে রবিবার কেকেআরের (KKR) তারকা পেসার মিচেল স্টার্কের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন নাইট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা এই বিষয়ে সরব হয়েছেন। ২৪.৭৫ কোটির বোলার মিচেল স্টার্ক। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। তাঁকে ঘিরে কেকেআরের অনুরাগীদের প্রত্যাশা হওয়াটা স্বাভাবিক। আর তাই তো যখন স্টার্ক আশানুরূপ পারফর্ম করতে পারেন না, তীব্র সমালোচনার শিকার হন। অবশ্য, কেকেআর শিবির মিচেল স্টার্ককে বিনিয়োগ হিসেবে দেখছে না। এরই মাঝে তাঁকে নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে গৌতম গম্ভীরের দল। কারণ জানা গিয়েছে, মিচেল স্টার্ক চোট পেয়েছেন।

আরসিবি ম্যাচের শেষে ড্রেসিংরুমে সতীর্থদের পারফরম্যান্স নিয়ে বক্তৃতা দেন উইকেটকিপার ব্যাটার কেএস ভরত। সেখানেই তিনি জানান, চোট নিয়ে আরসিবির বিরুদ্ধে বোলিং করেছেন মিচেল স্টার্ক। নাইটদের হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতের পাশে দাঁড়িয়ে ড্রেসিংরুমে কেএস ভরত বলেন, ‘মিচেল স্টার্কের কথা বলতেই হয়। প্রথম ওভারে চোট পাওয়ার পরও বোলিং চালিয়ে যাওয়া ওর পক্ষে সহজ ছিল না। শেষ ওভারে ও দারুণ ভাবে আউটও করেছিল। ম্যাচটা সত্যিই সহজ ছিল না।’ ভরত যখন স্টার্কের চোট নিয়ে বোলিং করার কথা বলছিলেন, সেই সময় ড্রেসিংরুমে থাকা অন্য নাইটরা অজি তারকার এই প্রয়াসের জন্য হাততালিতে ভরিয়ে দেন।

মিচেল স্টার্ক আরসিবির বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছিলেন। তাঁর ইকোনমি রেট ১৮.৩৩। স্বাভাবিকভাবেই তাঁর নামের পাশে এই ইকোনমি রেট মানানসই নয়। এই পরিস্থিতিতেও স্টার্ককে সুপারস্টার বলেছেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। তাঁর কথায়, ‘স্টার্ক সুপারস্টার এবং ও একজন সেরা প্লেয়ার। আমরা ওকে বিনিয়োগ হিসেবে দেখছি না। নিলামের সময় যা ঘটে তাতে কারও হাত থাকে না। প্লেয়াররা তো বটেই, তাতে অন্য কারও হাতও থাকে না। মিচেল স্টার্ককে দলে নিতে পেরে আমরা এটাই অনুভব করি যে দল অনেক মূল্যবান হয়েছে। ও টিমে থাকার ফলে দলে একটা আলাদা মাত্রা যোগ হয়েছে।’

পারফরম্যান্স যেমনই হোক না কেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক পাশে পাচ্ছেন তাঁর টিমকে। এ বার দেখার আরসিবির বিরুদ্ধে মিচেল স্টার্কের পাওয়া চোটের অবস্থা কেমন। কেকেআরের পরের ম্যাচে তিনি খেলতে পারেন কিনা, সেদিকেও নজর থাকবে।

Next Article