Cameron Green: ক্যামেরন গ্রিনকে দলে নিয়ে ভুল করেছে আরসিবি, বিস্ফোরক প্রাক্তন অজি তারকা

Royal Challengers Bangalore: গত মরসুমেই আইপিএলের মঞ্চে অভিষেক হয় ক্যামেরন গ্রিনের। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ করেন। অভিষেকেই চমক দেখান গ্রিন। অনবদ্য পারফরম্যান্সের দ্বারা মুগ্ধ করেছিলেন সকলকে। এ বার সেই গ্রিনকেই ছেড়ে দিয়েছে রোহিত শর্মার দল। আগের মরসুমে গ্রিনের পারফরম্যান্স বিচার করে তাঁকে হাত ছাড়া করতে চায়নি বেঙ্গালুরু। তাই সময় নষ্ট না করে তাঁকে দলে নিয়েছে তাঁরা। তবে আরসিবির এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন অজি কিংবদন্তি ব্র্যাড।

Cameron Green: ক্যামেরন গ্রিনকে দলে নিয়ে ভুল করেছে আরসিবি, বিস্ফোরক প্রাক্তন অজি তারকা
ক্যামেরন গ্রিনImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 7:10 PM

নয়াদিল্লি: নতুন বছরেই আইপিল (IPL 2024) । চলতি মাসের ১৯ তারিখ বসবে মিনি নিলামের আসর। তার আগেই চমক দিয়েছে নীতা আম্বানির দল। জাতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে ফিরিয়েছে তারা। হার্দিককে ফেরানোর জন্য ছাড়তে হয়েছে ক্যামেরন গ্রিনকে। এরপরই সুযোগের সদ্ব্যবহার করে গ্রিনকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে বেঙ্গালুরুর এই সিদ্ধান্তকে একে বারেই সমর্থন করছেন প্রাক্তন অজি তারকা ব্র্যাড হগ। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি ভিডিয়োর মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। আরসিবির এই সিদ্ধান্ত একেবারেই যথাযত বলে মনে করছেন না ব্র্যাড। এই প্রসঙ্গে আর কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত মরসুমেই আইপিএলের মঞ্চে অভিষেক হয় ক্যামেরন গ্রিনের। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ করেন। অভিষেকেই চমক দেখান গ্রিন। অনবদ্য পারফরম্যান্সের দ্বারা মুগ্ধ করেছিলেন সকলকে। এ বার সেই গ্রিনকেই ছেড়ে দিয়েছে রোহিত শর্মার দল। আগের মরসুমে গ্রিনের পারফরম্যান্স বিচার করে তাঁকে হাত ছাড়া করতে চায়নি বেঙ্গালুরু। তাই সময় নষ্ট না করে তাঁকে দলে নিয়েছে তাঁরা। তবে আরসিবির এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন অজি কিংবদন্তি ব্র্যাড। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন, “ক্যামেরন গ্রিনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিনা। তবে আরসিবির এই সিদ্ধান্ত কি যথাযত? ব্যাঙ্গালোরের লাইন আপের দিকে তাকিয়ে ছিলাম। গ্রিন মুম্বই ইন্ডিয়ান্সের জন্য যোগ্য় হলেও, আরসিবির জন্য় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা নিয়ে সংশয় রয়েছে।”

View this post on Instagram

A post shared by Brad Hogg (@brad_hogg)

এখানেই থামেননি ব্র্যাড। আরও যোগ করেন, “আমার মনে হয়, আরসিবির এই সিদ্ধান্ত একেবারেই ভালো হয়নি। গ্রিন আরসিবির জন্য নয়, অন্য কোনও দলের হয়ে খেলতে পারত। দলটি ব্যাটিং লাইন আপের জন্য কোটি-কোটি টাকা খরচ করলেও বোলিংয়ের দিকে জোর দেয়নি। ম্যাচ জিততে হলে শুধু ব্যাটিংয়ে জোর দিলে কী করে হবে?”