Indian Cricket: দ্রাবিড়ের পরামর্শ শুনছে না উপদেষ্টা কমিটি!

সূত্রের খবর, দ্রাবিড়ের পরামর্শ নাকি এক্ষেত্রে মানছে না উপদেষ্টা কমিটি (Cricket Advisory Committee)। ১৭ তারিখ থেকে দেশের মাঠে শুরু ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ (T-20 Series)। তার আগেই কোচিং স্টাফ চূড়ান্ত করে ফেলতে হবে। বোর্ডের এক কর্তা বলেন, 'অভয় দীর্ঘদিন ধরে রাহুলের সঙ্গী। কিন্তু ক্রিকেট উপদেষ্টা কমিটি চাইছে অভয়কে এনসিএ-তে রেখে দিতে। অভয়ের নাম উপদেষ্টা কমিটির কাছে প্রস্তাব দিয়েছিল স্বয়ং দ্রাবিড়ই।

Indian Cricket: দ্রাবিড়ের পরামর্শ শুনছে না উপদেষ্টা কমিটি!
দ্রাবিড় ও টি দিলীপ। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2021 | 12:58 PM

মুম্বই: বিরাট (Virat Kohli)-রোহিতদের (Rohit Sharma) নতুন হেডস্যার হয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কিন্তু ফিল্ডিং কোচ বা ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে কে? অনেক নামই ভেসে আসছে। ক্রিকেট উপদেষ্টা কমিটি এখনও কারও নাম প্রকাশ্যে আনেনি। তবে সূত্রের খবর, ভারতীয় দলের ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে টি দিলীপ (T Dilip)।

আগে শোনা যাচ্ছিল অভয় শর্মা (Abhay Sharma) হতে পারেন রোহিতদের ফিল্ডিং কোচ। সূত্রের খবর, দ্রাবিড়ের পরামর্শ নাকি এক্ষেত্রে মানছে না উপদেষ্টা কমিটি (Cricket Advisory Committee)। ১৭ তারিখ থেকে দেশের মাঠে শুরু ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ (T-20 Series)। তার আগেই কোচিং স্টাফ চূড়ান্ত করে ফেলতে হবে। বোর্ডের এক কর্তা বলেন, ‘অভয় দীর্ঘদিন ধরে রাহুলের সঙ্গী। কিন্তু ক্রিকেট উপদেষ্টা কমিটি চাইছে অভয়কে এনসিএ-তে রেখে দিতে। অভয়ের নাম উপদেষ্টা কমিটির কাছে প্রস্তাব দিয়েছিল স্বয়ং দ্রাবিড়ই। ভারতের শ্রীলঙ্কা সফরে ফিল্ডিং কোচ হয়ে গিয়েছিল টি দিলীপ। সিনিয়র টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার জন্যই দৌড়ে এগিয়ে আছে ও।’

ব্যাটিং কোচের পদে হয়তো বিক্রম রাঠোরকেই (Vikram Rathour) রেখে দিতে পারে উপদেষ্টা কমিটি। বোলিং কোচ হওয়ার দৌড়ে প্রবল ভাবে এগিয়ে পরশ মাম্বরে। দ্রাবিড়ের সঙ্গে অনেক বছর ধরে কাজ করছেন মাম্বরে। সূত্রের খবর, একই সঙ্গে অভয় শর্মাকেও চেয়েছিলেন দ্রাবিড়। কিন্তু উপদেষ্টা কমিটির দুই সদস্য আরপি সিং আর সুলক্ষণা নায়েক চাইছেন ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপকে নিয়োগ করতে। এর আগে হায়দরাবাদের ফিল্ডিং কোচ ছিলেন দিলীপ। তাছাড়া এনসিএ-তেও কাজ করেছেন। জয়পুরে প্রথম টি-টোয়েন্টিতেই নতুন কোচিং স্টাফ রোহিতদের দায়িত্ব নেবেন। আজ বিকেলে অথবা কালই ঘোষণা হতে যেতে পারে দ্রাবিড়ের সহকারীদের নাম।

আরও পড়ুন: T20 World Cup 2021: ছবিতে দেখুন কীভাবে শেষ চারে পৌঁছল অস্ট্রেলিয়া