Rinku Singh : ‘আর একা বাইরে বেরোতে পারি না’, স্টারডমে কাবু রিঙ্কু

পাঁচ ছক্কা হাঁকিয়ে জাতীয় দলে প্রবেশের টিকিট পেয়েছেন রিঙ্কু। সর্বপ্রথম ভারতীয় দলে ডাক পেয়েছিলেন এশিয়ান গেমসের জন্য।

Rinku Singh : 'আর একা বাইরে বেরোতে পারি না', স্টারডমে কাবু রিঙ্কু
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 9:46 AM

কলকাতা : কেরিয়ার, জীবন বদলে দিয়েছে ২০২৩ সালের আইপিএল (IPL 2023)। আলিগড়ের রিঙ্কু সিং এখন আন্তর্জাতিক ক্রিকেটার। পাঁচ বলে পাঁচ ছক্কার যে কী মহিমা তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রিঙ্কু (Rinku Singh)। ওই ম্যাচের পর রাতারাতি স্টার বনে যাওয়া, জাতীয় দলে অভিষেক—গত কয়েকটা মাস রিঙ্কুর জীবন ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে। তাতেও যেন খচখচানি। না পাওয়ার কোনও আক্ষেপ নেই। বরং যা পেয়েছেন তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ রিঙ্কু। ওই কথায় বলে না, খ্যাতির বিড়ম্বনা। রিঙ্কু সিং এখন সেই বিড়ম্বনাতেই পড়েছেন। একটা সময় নিজ এলাকা চষে বেড়াতেন। বর্তমানে রিঙ্কু সিংকে চেনেন না এমন মানুষ আলিগড়ে অন্তত নেই। তাই আগের মতো নির্দ্বিধায় এদিক ওদিক ঘুরে বেড়াতে পারেন না। সেই ব্যথা ছলকে উঠেছে রিঙ্কুর কথায়। যদিও সেই ব্যথাতেও রয়েছে সুখ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাঁচ ছক্কা হাঁকিয়ে জাতীয় দলে প্রবেশের টিকিট পেয়েছেন রিঙ্কু। সর্বপ্রথম ভারতীয় দলে ডাক পেয়েছিলেন এশিয়ান গেমসের জন্য। সেপ্টেম্বর মাসে শুরু হবে এশিয়া গেমস। তার আগে আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে অভিষেক হয়েছে রিঙ্কুর। অভিষেক সিরিজে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। বিদেশ সফর থেকে ফিরে বাবা ও মাকে উপহার দিয়েছেন ভারতীয় দলের জার্সি। আবেগী রিঙ্কু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আলিগড়ের ২৫ বছরের ক্রিকেটার জানেন, তিনি এখন আর আম নন, খাস হয়ে গিয়েছেন। বাড়ি থেকে বেরলেই লোকে ছেঁকে ধরে। আগে সেভাবে লোকজন চিনতেন না রিঙ্কুকে। এখন তাঁর অটোগ্রাফ, সেলফির জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পথঘাটে এখন একা বেরতে পারেন না রিঙ্কু সিং।

আয়ার্ল্যান্ড সফর থেকে ফিরে রিঙ্কু বলেছেন, “আমি টিম ইন্ডিয়ার জার্সি পরার সুযোগ পেয়েছি। বাড়ি ফেরার পর বাবা-মাকেও জাতীয় দলের জার্সি পরিয়ে দিয়েছিলাম। ওখান থেকেই তো সবকিছুর সূচনা।” এক বন্ধুর সঙ্গে মিলে আলিগড়ে ক্রিকেট অ্যাকাডেমি খুলেছেন রিঙ্কু। নিজের কেরিয়ারের পাশাপাশি অ্যাকাডেমিতেও সময় দেন।