Shreyas Iyer: ব্যাট হাতে কামাল, শ্রেয়স আইয়ারের স্পেশাল উপহারে উচ্ছ্বসিত নেট বোলার

ICC Men's Champions Trophy 2025: গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দু-দলেরই সেমিফাইনাল নিশ্চিত। এই ম্যাচ ঠিক করবে গ্রুপ টপার। তার আগে আচরণে মুগ্ধ করলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।

Shreyas Iyer: ব্যাট হাতে কামাল, শ্রেয়স আইয়ারের স্পেশাল উপহারে উচ্ছ্বসিত নেট বোলার
Image Credit source: PTI

Mar 01, 2025 | 1:44 PM

গত ওয়ান ডে বিশ্বকাপ হোক, সদ্য ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। ভারতীয় ব্যাটিং লাইন আপের বহুচর্চিত চার নম্বরে ভরসা দিয়ে চলেছেন শ্রেয়স আইয়ার। বাংলাদেশ ম্যাচে বড় রান না পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছেন শ্রেয়স। রবিবার গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দু-দলেরই সেমিফাইনাল নিশ্চিত। এই ম্যাচ ঠিক করবে গ্রুপ টপার। তার আগে আচরণে মুগ্ধ করলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার।

পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচের মাঝে অনেকটাই গ্যাপ ছিল। ভারতীয় দলও একদিন অন্তর প্র্যাক্টিস করেছে। যেমন শুক্রবার অনুশীলন থাকলেও ম্যাচের আগের দিন অর্থাৎ আজ অফিসিয়ালি প্র্য়াক্টিস নেই। অনুশীলনে সাপোর্ট স্টাফ, নেট বোলারদেরও গুরুত্বপূর্ণ অবদান থাকে। তা ভোলেননি শ্রেয়স। আরব আমির এক নেট বোলার। যিনি আবার চার্টার্ড অ্যাকাউন্টও। সুযোগ পেলেই ক্রিকেটে মেতে থাকেন। বাকি টিমের পাশাপাশি ভারতের প্র্যাক্টিস সেশনেও সুযোগ পেয়েছিলেন।

নেট বোলার জসকিরণ সিংকে প্র্যাক্টিস শেষে উপহার হিসেবে নিজের একজোড়া স্পোর্টস শু দেন শ্রেয়স আইয়ার। পিটিআই ভিডিয়োতে জসকিরণ বলেন, ‘হঠাৎই বলে ওঠে, পাজি ক্যায়া হাল-চাল, সাব বঢ়িয়া? তবে আমি অপেক্ষায় ছিলাম, কতক্ষণে বোলিংয়ের সুযোগ পাব। অবশেষে সেই দুর্দান্ত অভিজ্ঞতা হল। আর শ্রেয়স ভাইয়ের থেকে উপহার আমার কাছে দারুণ ব্যাপার।’