ICC ODI World Cup 2023: ম্যাক্সি ম্যাজিকে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, ওয়াংখেড়েতে কী-কী রেকর্ড গড়লেন গ্লেন?
Glenn Maxwell: আফগানদের বিরুদ্ধে ২৯২ রান তাড়া করতে নেমে যখন ব্য়র্থ অস্ট্রেলিয়ার টপ অর্ডার, তখন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো মাঠে হাজির হন তিনি। একাই দলকে সেমিফাইনালে পৌঁছে দেন ম্য়াক্সওয়েল। ইচ্ছে ও জেদের কাছে হার মানতে বাধ্য সব প্রতিকূলতা, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অজি তারকা। মাঝে মধ্যে শরীর সঙ্গ না দিলেও,ব্যাট কিন্তু থামেনি। শেষ পর্যন্ত ২০১ রান করেও আফগানদের হাতে ধরা দেননি তিনি। আজ হারতে নয়, শুধু জিততে এসেছেন,রাজার মাঠ ছেড়ে বুঝিয়ে দিয়েছেন সে কথা।
মুম্বই: অবিশ্বাস্য, অতুলনীয়, অভাবনীয় সব বিশেষণই যেন ফিঁকে গ্লেন ম্যাক্সওয়েলের জন্য। আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলে ইতিহাসের পাতায় ম্যাক্সি। দলকে সেমিফাইনালে পৌঁছে দিতে ম্যাক্সওয়েলের এই অবদান চিরকাল ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে। আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। সেই সঙ্গেই ওয়াংখেড়েতে লিখেছেন নতুন ইতিহাস। আফগানদের বিরুদ্ধে কী-কী রেকর্ড গড়লেন অজি অলরাউন্ডার? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
‘একাই একশো’, চিরাচরিত এই প্রবাদকে যেন এক লহমায় বদলে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। একাই একশো এখন অতীত। এখন একাই দু’শো। আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। ‘আহা কী দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না’ ম্যাক্সির এই পারফরম্যান্স যেন সাহিত্য সম্রাটের এই উক্তিটিই বারবার মনে করাবে। আফগানদের বিরুদ্ধে ২৯২ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডার যখন ব্যর্থ, ঠিক তখনই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো মাঠে হাজির হন তিনি। একাই দলকে সেমিফাইনালে পৌঁছে দেন ম্যাক্সওয়েল। ইচ্ছে ও জেদের কাছে হার মানতে বাধ্য সব প্রতিকূলতা, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অজি তারকা। মাঝে মধ্যে শরীর সঙ্গ না দিলেও, ব্যাট কিন্তু থামেনি। শেষ পর্যন্ত ২০১ রান করেও আফগানদের হাতে ধরা দেননি তিনি। আজ হারতে নয়, শুধু জিততে এসেছেন, রাজার মতো মাঠ ছেড়ে বুঝিয়ে দিয়েছেন সে কথা। সেই সঙ্গেই কপিল দেব সহ একাধিক কিংবদন্তির রেকর্ড ভেঙে দিয়েছেন ম্যাক্সি। কী-কী রেকর্ড নিজের করলেন তিনি? চোখ বুলিয়ে নেওয়া যাক এক বার…
১. ওডিআইয়ের ইতিহাসে অস্ট্রেলিয়ার হয়ে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ওডিআইতে সর্বাধিক স্কোর ছিল শেন ওয়াটসনের। ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ১৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ওয়াটসন।
২. পুরুষদের ওডিআই বিশ্বকাপে এর আগে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল (২১৯) ও মার্টিন গাপ্টিল (২৩৭)। তাঁরা দু-জন প্রথমে ব্যাট করে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রান তাড়ায় প্রথম ডাবল সেঞ্চুরিয়ন ম্যাক্সওয়েল।
৩. ম্যাক্সওয়েল ও কামিন্সের ২০২ রানের অপরাজিত এই জুটিতে প্যাট কামিন্সের অবদান ১২। সপ্তম কিংবা লোয়ার অর্ডারে এটিই সর্বাধিক রানের জুটি। তাঁরা অষ্টম উইকেটে এই জুটি গড়ে। সপ্তম উইকেট কিংবা লোয়ার অর্ডার জুটিতে সর্বাধিক রানের রেকর্ড ছিল জস বাটলার-আদিল রশিদের ১৭৭।
৪. ১৯৮৩ বিশ্বকাপে কপিল দেবের অপরাজিত ১৭৫ রানের ইনিংসের কথা ভোলেনি ক্রিকেট বিশ্ব। তবে এ বার কপিল দেবকেও ছাঁপিয়ে গিয়েছেন ম্যাক্সি। কপিল দেবও দলের কঠিন পরিস্থিতিতে মহাকাব্যিক সেই ইনিংস খেলেছিলেন।
৫. বিশ্বকাপের মঞ্চে এই প্রথম এত রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৭ ছিল অজিদের সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড।