ICC ODI World Cup 2023: টস জিতে অজিদের বড় টার্গেট দিতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা
Temba Bavuma: অন্য়দিকে সব দিক থেকে তৈরি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। কলকাতার আকাশে আজ মেঘের ঘনঘটা। আবহাওয়ার কথা মাথায় রেখেই টস জিতে আগে রান তুলে নিতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। পরিস্থিতি যাই হোক একশো শতাংশ তৈরি তাঁর দল।
কলকাতা: ইডেনে মহাযুদ্ধ। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া (South Africa vs Australia)। সেমিফাইনালে চোকার্স তকম ঘোচাতে মরিয়া তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। অন্য়দিকে সব দিক থেকে তৈরি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। কলকাতার আকাশে আজ মেঘের ঘনঘটা। আবহাওয়ার কথা মাথায় রেখেই টস জিতে আগে রান তুলে নিতে চান প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। পরিস্থিতি যাই হোক একশো শতাংশ তৈরি তাঁর দল। টস জিতে আর কী বলছেন কুইন্টন ডি ককদের অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওডিআইয়ের ইতিহাসে এক বার নয় বহু বার সেমিফাইনালে হেরে শেষ হয়েছে প্রোটিয়াদের বিশ্বকাপের স্বপ্ন। ভালো খেলেও জুটেছে চোকার্স তকমা। এ বার সেই তকমা ঘোচাতে মরিয়া হয়ে উঠেছেন এইডেন মার্কব়্যামরা। বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে প্রোটিয়ারা। এ বার সেই হারের বদলা নেওয়ার পালা। সেমিফাইনালে টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। জানালেন, একশো শতাংশ তৈরি দল। টস জিতে তেম্বা বললেন, “আজকের আবহাওয়া তাঁকে ভাবিয়েছে। আগে ব্য়াট করে রান তুলে নিতে চায় দল। আজকের লড়াইয়ের জন্য একশো শতাংশ তৈরি তাঁরা।” অন্যদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক প্য়াট কামিন্স জানান, আগে ব্য়াটিং পেলে মন্দ হত না, তবে বোলিংয়েও সুবিধা পেতে পারেন তাঁরা।
দক্ষিণ আফ্রিকার একাদশ:
তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক,রাসি ভ্য়ান ডার ডুসেন, এইডেন মার্কব়্যাম,হেনরিক ক্লাসেন,ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাডা, তাব্রায়েজ শামসি।
অস্ট্রেলিয়ার একাদশ:
ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ,গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স,মিচেল স্টার্ক, অ্য়াডাম জাম্পা, জস হ্যাজলউড।