IPL 2021: অরেঞ্জ আর্মিকে হারিয়ে প্লে অফে জায়গা পাকা চেন্নাইয়ের
একটা বছরে বদলে গেছে অনেক কিছু। গত মরসুমে এই সিএসকেই (CSK) ছিল প্রথম দল যারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। সেই সিএসকেই আরবদেশে এ বছরের আইপিএলের (IPL) প্লে অফে কোয়ালিফাই করা প্রথম দল।
সানরাইজার্স হায়দরাবাদ ১৩৪-৭ (২০ ওভার) চেন্নাই সুপার কিংস ১৩৯-৪ (১৯.৪ ওভার) ৬ উইকেটে জয়ী চেন্নাই
শারজা: মহেন্দ্র সিং ধোনির ইয়েলোব্রিগেড এ বারের আইপিএলের (IPL) প্রথম দল যারা প্লে অফের জায়গা পাকা করল। আজ শারজায় মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আজকের ম্যাচে ক্রিকেটমহল এগিয়ে রেখেছিল সুরেশ রায়নাদের। পাশাপাশি একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর জাডেজারা। হায়দরাবাদের প্লে অফের আশা তো শেষই হয়ে গিয়েছে। তারা একপ্রকার নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল। যদিও গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে কিছুটা মনোবল বেড়েছিল অরেঞ্জ আর্মির। কিন্তু ধোনির সিএসকের কাছে এসে মাথা নত করতে হল। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ১২০ বলে ১৩৫ রান তোলাটা সিএসকের মতো ফর্মে থাকা দলের পক্ষে কোনও কঠিন কাজ ছিল না। আর হলও তাই ২ বল বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয় এনে দিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
.@ChennaiIPL march into the #VIVOIPL Playoffs! ? ?
The @msdhoni-led unit beats #SRH & becomes the first team to seal a place in the playoffs. ? ? #VIVOIPL #SRHvCSK
Scorecard ? https://t.co/QPrhO4XNVr pic.twitter.com/78dMU8g17b
— IndianPremierLeague (@IPL) September 30, 2021
হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন ইংল্যান্ডের জেসন রয়। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে আজ ঋদ্ধিমান সাহার সঙ্গে ওপেনিংয়ে নেমে চমক দেখাতে পারলেন না জেসন রয়। মাত্র ২ রান করে জস হ্যাজেলউডের শিকার হয়ে গেলেন তিনি। হায়দরাবাদের ক্যাপ্টেন উইলিয়ামসন ২২ গজে দলের হয়ে বড় অবদান রাখতে পারেননি। ১১ রান করে ডোয়েন ব্র্যাভোর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কেন। এরপর প্রিয়ম গর্গের (৭) উইকেটও তুলে নেন ব্র্যাভো। তবে সিএসকের বিরুদ্ধে ফর্মে ছিলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ২টি ছয় ও ১টি চার দিয়ে ৪৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অরেঞ্জ আর্মির হয়ে আজ সর্বোচ্চ রান এসেছে ঋদ্ধির ব্যাট থেকেই। এরপরই নিজামের শহরের দলকে জোড়া ধাক্কা দেন জস হ্যাজেলউড। পরপর দুটি উইকেট তুলে নেন তিনি। প্রথমে অভিষেক শর্মা (১৮) তারপর আব্দুল সামাদ (১৮)। এরপর জেসন হোল্ডারকে ফেরান শার্দূল ঠাকুর। উইলিয়ামসনদের বিরুদ্ধে তিনটি ক্যাচ নিয়েছেন এমএসডি। এবং আইপিলএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শততম ক্যাচ নেওয়ার নজির গড়লেন ক্যাপ্টেন কুল। জেসন রয়, প্রিয়ম গর্গের পর ঋদ্ধিমান সাহার ক্যাচ নিয়ে শততম ক্যাচ পূর্ণ করলেন ধোনি।
We are BACK…#WhistlePodu #Yellove ?? pic.twitter.com/5aXhx08hUE
— Chennai Super Kings – Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 30, 2021
রান তাড়া করতে নেমে অন্যান্য দিনের মতো আজও ভালো শুরু করে সিএসকের ওপেনিং জুটি। ঋতুরাজ-দু প্লেসি দলকে জয়ের ভিত গড়ে দেন একাধিক ম্যাচে। আজও তার অন্যথা হল না। ১৩৫ রান তাড়া করতে নেমে ১০ ওভার অবধি দলকে এগিয়ে নিয়ে যান চেন্নাইয়ের ওপেনিং জুটি। ৭৫ রানে সিএসকে প্রথম ঝটকা দেন জেসন হোল্ডার। হাফসেঞ্চুরি হাতছাড়া করে সাজঘরে ফেরেন ঋতুরাজ (৪৫)। রশিদ খানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মইন আলি (১৭)। রায়না আজ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। নেপথ্যে জেসন হোল্ডার। তবে দু প্লেসিকে খুব একটা সহজে টলাতে পারেননি ভুবি-রশিদ-হোল্ডাররা। ১৫.৫ ওভার অবধি খেলেন দু প্লেসি। তারপর হোল্ডারের বাউন্সারে উইকেট দিয়ে বসেন সিএসকে ওপেনার। ৪১ রানের দুরন্ত ইনিংস দু প্লেসি সাজিয়েছিলেন ২টি ছয় ও ৩টি চার দিয়ে। সিএসকেকে শেষের দিকে কাঙ্খিত জয় এনে দিলেন অম্বাতি রায়ডু (১৭*) ও এমএস ধোনি (১৪*) জুটি। শারজায় আজ ফিনিশার ধোনির দেখা মিলল। সেই পুরনো ঢংয়ে ছয় মেরে দলকে জেতানোর পাশাপাশি প্লে অফের জায়গা পাকা করলেন ক্যাপ্টেন কুল।
একটা বছরে বদলে গেছে অনেক কিছু। গত মরসুমে এই সিএসকেই ছিল প্রথম দল যারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। সেই সিএসকেই আরবদেশে এ বছরের প্লে অফে কোয়ালিফাই করা প্রথম দল।